বাবার মতো সফল অভিনেতা নয় বরং অন্য পেশায় যেতে চান বুম্বাদা’র ছেলে তৃষাণজিৎ

তৃষাণজিৎ চট্টোপাধ্যায়

বেশিরভাগ স্টারকিডরা বাবা-মায়ের পথ অনুসরণ করে অভিনয়কে পেশা হিসাবে বেছে নেন। কিন্তু সেক্ষেত্রে অনেকটাই আলাদা চিন্তাভাবনার মানুষ টলিউডের সফল অভিনেতা প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের ছেলে তৃষাণজিৎ চট্টোপাধ্যায়। বুম্বাদা’র ছেলে মিশুক (ডাকনাম) এখন অনেকটাই বড়। তাই ছেলের কেরিয়ার নিয়ে অন্যান্য বাবাদের মতই চিন্তিত এই টলি অভিনেতাও।

কলকাতায় জন্ম হলেও প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের কন্যা এবং পুত্র লন্ডনের বাসিন্দা হয়ে উঠেছে। কারণ লন্ডনের পড়াশুনো করছেন তারা। বাবা বিশ্বজিৎ চট্টোপাধ্যায়র পথ অনুসরণ করেই অভিনয় জগতে এসেছে বুম্বাদা। সেক্ষেত্রে তার ছেলে তৃষাণজিৎও কি একই পেশা বেছে নেবে?

এক সংবাদমাধ্যমের কাছে অভিনেতা জানান, ‘তার ছেলে তৃষাণজিৎয়ের অভিনয় জগতের প্রতি তেমন আগ্রহ নেই। বরং তার ঝোঁক ফুটবলের দিকে। বড় ফুটবলার হতে চায় মিশুক। লন্ডনে পড়াশুনোর সাথে সাথে ভারতীয় ফুটবল দলে খেলতে চায়। ছেলের জন্য কয়েক জন ফুটবলার বন্ধুবান্ধবের সঙ্গেও কথাও বলে রেখেছেন অভিনেতা”।

প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের আরও  জানান, ‘ছেলে অভিনয়ে জগতে এলেও কোনও সমস্যা নেই তার আবার ফুটবলকে পেশা হিসাবে বেছে নিলেও তিনি খুশি”।

Leave A Reply

Please enter your comment!
Please enter your name here