অমরনাথ যাওয়ার সেরা সময়

অমরনাথ যাওয়ার সেরা সময়

অমরনাথ ধাম দেবাদিদেব মহাদেবের অন্যতম প্রধান তীর্থস্থান। ৩৮৮০ মিটার উচ্চতায় অবস্থিত এই বরফে ঢাকা শিবলিঙ্গের গুহা দর্শনে প্রতি বছর লক্ষ লক্ষ ভক্তরা ভিড় করেন অমরনাথে। পৌরাণিক বিশ্বাস অনুসারে, গুহায় বিদ্যমান বরফ শিবলিঙ্গ সম্পূর্ণ প্রাকৃতিকভাবে গঠিত। এই গুহায় ভগবান শিব মা পার্বতীকে অমরত্বের গোপন কথা বলেছিলেন, তাই এর নাম অমরনাথ ধাম।

জুন থেকে আগস্ট মাসকে অমরনাথ যাত্রার সেরা সময় বলে মনে করা হয়। জুন মাসের শেষ থেকে আগস্ট মাস পর্যন্ত দর্শনার্থীদের জন্য খুলে দেওয়া হয় মন্দিরের দরজা। মূলত শ্রাবণ মাস জুড়ে চলে বাবা বারফানির দর্শন। রাখীপূর্ণিমার দিনে এসে শেষ হয়।

অন্যদিকে পৃথিবী ভূস্বর্গ কাশ্মীর প্রাকৃতিক সৌন্দর্যে পরিপূর্ণ। তাই আপনার পরবর্তী ডেস্টিনেশন যদি কাশ্মীর হয় তাহলে জেনে নিন কাশ্মীর যাওয়ার উপযুক্ত সময় কোনটি।

বসন্ত কাল অর্থাৎ মার্চ থেকে এপ্রিল মাসে কাশ্মীরের তাপমাত্রা থাকে ৮ থেকে ১৭ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে। গরমকাল অর্থাৎ মে থেকে অগস্ট মাসে তা পৌঁছে যায় ১২ থেকে ৩০ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে। সেপ্টেম্বর থেকে অক্টোবরের মাঝামাঝি ভূস্বর্গের তাপমাত্রা থাকে ৯ থেকে ২২ ডিগ্রি সেলসিয়াস। আবার কনকনে ঠান্ডায় তাপমাত্রা নেমে যায় হিমাঙ্কের নীচে। যদি কেউ তুষারপাতের অভিজ্ঞতা নিতে চায় তাহলে এই সময় কাশ্মীর যাওয়া উপযুক্ত হবে। তবে এই সময় বরফে অর্ধেক সময় রাস্তা বন্ধ থাকার সম্ভাবনা থাকে। পাশাপাশি অতিরিক্ত ঠাণ্ডার কারণে স্নোফলও হয়ে থাকে।

তবে কাশ্মীরের পরিপূর্ণ রুপ উপভোগ করতে চাইলে উপযুক্ত সময় হবে এপ্রিল থেকে অক্টোবর মাস নাগাদ। সেপ্টেম্বর অক্টোবর মাস নাগাদ অর্থাৎ বর্ষার ঠিক শেষে যেতে চাইলে চারিদিকে দেখা যাবে সবুজের সমারোহ, সেইসাথে আপেল ভরা গাছ।

কাশ্মীরে রয়েছে এশিয়ার বৃহত্তম টিউলিপ বাগান। বাগান ভর্তি লাল, হলুদ, সাদা, বেগনি রঙের হাজার হাজার টিউলিপ দেখতে প্রতি বছর পর্যটকরা ভিড় জমায়। তবে প্রতি বছর মার্চ থেকে এপ্রিল মাস পর্যন্ত ইন্দিরা গান্ধী মেমোরিয়াল গার্ডেনে চলে টিউলিপ উৎসব।