বড় চমক! গীতা এলএলবি-কে জোর টক্কর দিল ‘চিরদিনই তুমি যে আমার’, ফের ফর্মে ফিরল জগদ্ধাত্রী

বাংলা সিরিয়ালের টিআরপি

চলতি সপ্তহে বিরাট চমক বাংলা সিরিয়ালের টিআরপিতে। প্রথম স্থান ধরে রাখল জি-বাংলার পরিণীতা ধারাবাহিক। এদিকে আবারও ফর্মে ফিরে এলো জগদ্ধাত্রী। দ্বিতীয় স্থানে উঠে ফিরে এলো এই মেগা ধারাবাহিক।

চলতি সপ্তাহে গীতা এলএলবিকে জোর টক্কর দিল দিতিপ্রিয়া রায়ের ধারাবাহিক ‘চিরদিনই তুমি যে আমার’। গীতা এলএলবি’র বিপরীতে যৌথভাবে স্লট লিড করল এই মেগা।

চলতি সপ্তাহে ৭.২ রেটিং পেয়ে প্রথম স্থানে পরিণীতা। ৬.৮ রেটিং নিয়ে দ্বিতীয় স্থানে জগদ্ধাত্রী ধারাবাহিক। ফুলকি রয়েছে তৃতীয় স্থানে, তার প্রাপ্ত নম্বর ৬.৬। চতুর্থ স্থানে রয়েছে রাঙ্গামতি আর পরশুরাম ধারাবাহিক, তার প্রাপ্ত নম্বর ৬.৩ এবং পঞ্চম স্থানে রয়েছে কথা আর কোন গোপনে মন ভেসেছে ধারাবাহিক, প্রাপ্ত নম্বর ৫.৯।

প্রথম – পরিণীতা (৭.২)

দ্বিতীয় –  জগদ্ধাত্রী (৬.৮)

তৃতীয় – ফুলকি (৬.৬)

চতুর্থ – রাঙ্গামতি । পরশুরাম (৬.৩)

পঞ্চম – কথা । কোন গোপনে (৫.৯)

ষষ্ঠ – গৃহপ্রবেশ (৫.৮)

সপ্তম – চিরদিনই তুমি যে আমার । গীতা LLB (৫.৭)

অষ্টম – চিরসখা (৫.৫)

নবম – অনুরাগের ছোঁয়া + রোশনাই(15min) (৫.২)

দশম –  মিত্তির বাড়ি (৪.৭)