মহান দার্শনিক প্লেটোর উক্তি ও অনুপ্রেরণামূলক বাণী সমূহ

বিশ্ববিখ্যাত গ্রিক দার্শনিক প্লেটো ছিলেন প্রাচীন গ্রিসের সবচেয়ে প্রভাবশালী তিনজন দার্শনিকের মধ্যে দ্বিতীয় একজন। প্লেটো একাধারে গণিতজ্ঞ এবং দার্শনিক ভাষ্যের রচয়িতা হিসেবেও খ্যাত ছিলেন। তিনিই পশ্চিমা বিশ্বে উচ্চ শিক্ষার প্রথম প্রতিষ্ঠান গড়ে তোলেন। যা এথেন্স নগরীতে ‘একাডেমি’ হিসাবে পরিচিত। আজকের প্রতিবেদনে রইল মহান দার্শনিক প্লেটোর উক্তি গুলি, যা আমাদের চিন্তাভাবনাকে আরও শক্তিশালী করে তুলবে।

খ্রিস্টপূর্ব ৪২৮ অব্দে প্লেটো প্রাচীন গ্রীসের এথেন্স নগরীতে জন্মগ্রহণ করেন। তিনি দার্শনিক সক্রেটিসের ছাত্র ছিলেন এবং দার্শনিক এরিস্টটল তার ছাত্র ছিলেন। দর্শনের পাশাপাশি সঙ্গীতের প্রতিও প্লেটোর গভীর আকর্ষণ ছিল। তার ব্যক্তিজীবন এবং পরিবার সম্পর্কে তেমন কোন তথ্য জানা না গেলেও তার বাবা অ্যারিস্টন এবং মা পেরিকটিওন উভয়েই সম্ভ্রান্ত পরিবারের সদস্য ছিলেন।

Read more:  100 টি সেরা বিখ্যাত ব্যক্তিদের উক্তি 

অনেকেই হয়ত জানেন না, প্লেটোর আসল নাম অ্যারিস্টোক্লেস। শৈশব থেকেই শারীরিকভাবে প্লেটো ছিলেন অত্যন্ত সুঠাম দেহের অধিকারী। প্রশস্ত দৈহিক গঠনের জন্য তাকে সকলে প্লেটো নামে ডাকত।

প্লেটোর জীবনে সবথেকে বেশি প্রভাব ফেলে ছিলেন তার শিক্ষাগুরু সক্রেটিস। আর সেই কারণেই প্লেটোর অধিকাংশ লেখারই কেন্দ্রীয় চরিত্র সক্রেটিস। ‘একাডেমি’ প্রতিষ্ঠা এবং ‘রিপাবলিক’ লেখার জন্য তিনি সারা বিশ্বে সবচেয়ে বেশি খ্যাতি অর্জন করেছিলেন। এমনকি তার ‘ফিলোসোফার কিং’ বিষয়ক দর্শন আজও মানুষকে অনুপ্রাণিত করে।

জানা যায় প্লেটো তার শেষজীবন কাটিয়ে দেন তার স্কুল একাডেমিতে শিক্ষাদান করে এবং লেখালেখি করেই। আনুমানিক ৩৪৮ খ্রিস্টপূর্বাব্দে প্লেটো এথেন্সে মৃত্যুবরণ করেন।

Read more: ডেল কার্নেগীর উক্তি বিখ্যাত ৪০ টি উপদেশ 

অনুপ্রেরণামূলক উক্তি

প্লেটোর অনুপ্রেরণামূলক উক্তিঃ

পৃথিবীতে তিন ধরনের মানুষ আছে – প্রথমত, যারা বুদ্ধিমান হতে চায়। দ্বিতীয়ত, যারা তাদের খ্যাতি ভালোবাসে এবং তৃতীয়ত, যারা জীবনে কিছু অর্জন করতে চায়।

মানুষের আচরণ তিনটি জিনিস দ্বারা গঠিত – ইচ্ছা, আবেগ এবং তথ্য।

এই জীবনে হোক বা পরের জীবনে, আপনি পরিশ্রম ছাড়া উন্নতি করতে পারবেন না। জমি যতই উর্বর হোক না কেন, বীজ বপন না করলে এবং কঠোর পরিশ্রম ছাড়া ভালো ফসল পাওয়া যায় না।

প্লেটোর উক্তি

কোন আইন আপনার জ্ঞানের চেয়ে গুরুত্বপূর্ণ নয়।

ভাল কাজ নিজেকে শক্তি দেয় এবং অন্যকে ভাল কাজ করতে অনুপ্রাণিত করে।

Read more: 40 টি সেরা স্বামী বিবেকানন্দের জীবনী ও বাণী

অল্প নিয়ে পরিপূর্ণ জীবনযাপনই সবচেয়ে বড় সম্পদ।

কথা বার্তায় ক্রোধের পরিমাণ খাবারের লবণের মত হওয়া উচিত। পরিমিত হলে রুচিকর, অপরিমিত হলে ক্ষতিকর।

কথা বার্তায় ক্রোধের পরিমাণ খাবারের লবণের মত হওয়া উচিত। পরিমিত হলে রুচিকর, অপরিমিত হলে ক্ষতিকর।

মানুষ সহজেই অন্যের ক্ষতি করতে পারে, কিন্তু সহজে অন্যের ভালো করতে পারেনা।

অন্যের দোষ খোঁজার আগে যদি সবাই আগে নিজের দোষটা খুঁজত তাহলে হয়ত সব সমস্যার সমাধান হয়ে যেত।

ন্যায়পরায়ণ মানে শুধুই নিজের কাজে মন দেওয়া, অন্যের কাজে ব্যাঘাত ঘটানো নয়।

 প্লেটোর উক্তি

জীবন সম্পর্কে প্লেটোর ধারণাঃ

জীবনকে যদি সৎ কাজে ব্যবহার করতে না পার তবে সেই জীবনকে কিছুতেই শিষ্ট বলা চলে না।

প্রতিশোধ কখনও জীবনে শান্তি এনে দিতে পারে না।

বাস্তবতা মন দিয়ে তৈরি হয়। আমরা আমাদের মন পরিবর্তন করে জীবনের বাস্তবতা পরিবর্তন করতে পারি।

Read more: 40 টি সেরা হেলেন কেলারের উক্তি

গভীর চিন্তা ভাবনা

বুদ্ধি ও জ্ঞান সম্পর্কে প্লেটোর গভীর চিন্তা ভাবনাঃ

যে মানুষ জীবনে শিক্ষাকে অবহেলা করে সে জীবনের শেষ দিন অবদি পঙ্গু হয়ে থাকে।

মূর্খতার চেয়ে বড় পাপ আর এই জগতে নেই।

জীবন একটি শিল্প, যা কেবল জ্ঞানের মাধ্যমেই প্রকাশ পেতে পারে।

জীবন একটি শিল্প, যা কেবল জ্ঞানের মাধ্যমেই প্রকাশ পেতে পারে।

অন্যান্য সবকিছুকে জয় করার চেয়ে নিজেকে জয় করা সবথেকে বড় বিজয়ের।

অজ্ঞ থাকার চেয়ে জন্ম না নেওয়া ভালো। কারণ অজ্ঞতাই জীবনের সমস্ত দুর্ভাগ্যের কারণ।

সাহসী তাকেই বলে, যে জানে কোথায় ভয় পাওয়া উচিৎ নয়।

Read more:  100 টি কাজী নজরুল ইসলামের উক্তি 

 প্লেটোর উক্তি

কোন বড় কাজকে অসম্পূর্ণ ভাবে করার থেকে, সামান্য কোন কাজকে পরিপূর্ণতার সাথে করা অনেক ভালো।

নারীর কাছ থেকে পুরুষের সমান কাজ আশা করলে তাকে অবশ্যই সমান শিক্ষা দিতে হবে।

বুদ্ধিমান মানুষ সর্বদা গুরুত্বপূর্ণ কাজেই তার জীবন ব্যয় করে।

শিক্ষার উদ্দেশ্য হল যা সুন্দর তা ভালবাসতে শেখানো।

শিক্ষা যেমন একদিকে মানুষ গঠন করে অন্যদিকে তার জীবনের ভবিষ্যত নির্ধারণ করে।

যে জ্ঞান বাধ্যতামূলকভাবে অর্জিত হয় তা মনের উপর কোন প্রভাব ফেলে না।

অজ্ঞতাই, সমস্ত মন্দের মূল এবং কান্ড।

শিক্ষা আমাদের সন্তানদের সঠিক জিনিসের আকাঙ্ক্ষা শেখায়।

Read more: 70 টি সেরা ইসলামিক মোটিভেশনাল উক্তি

 প্লেটোর উক্তি

প্রেম সম্পর্কে প্লেটোর উক্তি : 

প্রেম হল গুরুতর মানসিক ব্যাধি।

প্রেমের পরশে সকলেই কবি হয়ে ওঠে।

ভালোবাসা আমাদের পূর্ণতার সাধনার আরেক নাম, আমাদের সম্পূর্ণ হওয়ার আকাঙ্ক্ষা।

 প্লেটোর উক্তি

রাজনীতি সম্পর্কে প্লেটোর উক্তিঃ

শাসনে অনিচ্ছুক শাসকই সমাজের প্রকৃত শাসক। অন্যদিকে শাসন করার লোভে যারা শাসক হয় তারা সমাজের সবচেয়ে নিকৃষ্ট শাসক।

অতিরিক্ত স্বাধীনতা তা ব্যক্তির ক্ষেত্রে হোক কিংবা রাষ্ট্রের ক্ষেত্রে, পরিণতিতে চরম দাসত্ব ডেকে আনে।

জীবনে কিংবা আচরণে রাষ্ট্রের ন্যায় বিচার তখনই সম্ভব, যখন প্রত্যেক নাগরিকের চিন্তায় এবং হৃদয়ে তা বিদ্যমান।

জীবনে কিংবা আচরণে রাষ্ট্রের ন্যায় বিচার তখনই সম্ভব, যখন প্রত্যেক নাগরিকের চিন্তায় এবং হৃদয়ে তা বিদ্যমান।

রাজনীতিতে অংশগ্রহণে অনীহার অন্যতম শাস্তি হচ্ছে নিজের তুলনায় নিকৃষ্টদের দ্বারা শাসিত হওয়া।

রাষ্ট্র গঠনে আমাদের উদ্দেশ্য সমগ্র জাতির সুখ, কোন এক শ্রেণীর নয়।

গণতন্ত্র দীর্ঘ সময়ের পর শেষমেষ একনায়কতন্ত্রে রূপান্তরিত হয়ে যায়।

সবচেয়ে পুণ্যবান মানুষ তারাই হয় যারা নিজেকে প্রকাশ না করে কেবল সৎকর্মশীল হওয়াতে সন্তুষ্ট থাকে।

Read more: 60 টি হুমায়ুন আহমেদের উক্তি (অনুপ্রেরণামূলক উক্তি)

মূল্যবান বাণী

মহান দার্শনিক প্লেটোর মূল্যবান বাণীঃ

একটি খালি পাত্র সবচেয়ে জোরে আওয়াজ করে, ঠিক তেমনই যাদের বুদ্ধি কম তারা বেশি গর্ব করে।

যত ধীরেই হোক, যদি কেউ ক্রমাগত উন্নতির পথে এগিয়ে যেতে থাকে, তাকে কখনও নিরুৎসাহ করো না।

দারিদ্র্য আসে ধন-সম্পদ হ্রাসের কারণে নয়, কামনা-বাসনা বৃদ্ধির কারণে।

 প্লেটোর উক্তি

ভালো সিদ্ধান্ত সর্বদা জ্ঞানের উপর ভিত্তি করে, সংখ্যার উপর নয়।

ভালো জিনিসের পুনরাবৃত্তিতে কখনও ক্ষতি হয় না।

Read more:  শেখ সাদীর উক্তি ৩৫ টি বিখ্যাত উপদেশ বাণী

প্রয়োজনীয়তা সকল উদ্ভাবনের জননী।

মানুষের চরিত্র দ্বারাই রাষ্ট্র গড়ে ওঠে, তাই মানুষ যেমন হবে, রাষ্ট্রও তেমন হবে।

 প্লেটোর উক্তি

ইন্দ্রিয়ের দ্বারা উপলব্দ ক্ষমতার অপর নাম বিজ্ঞান।

পাপী বলতে সেইসব মানুষকে বোঝায়, যারা মানুষের খারাপ কাজকে প্রকাশ করে অন্যদিকে ভালো কাজকে গোপন রাখে।

যে ব্যক্তি ভালো সেবক হতে পারে না, সে কখনই ভালো প্রভু হতে পারে না।

Read more: 40 টি সেরা আলবার্ট আইনস্টাইনের উক্তি

সচরাচর জিজ্ঞাস্য প্রশ্ন ও উত্তর (FAQ):

Q. প্লেটো কোথায় জন্মগ্রহণ করেন?

A. প্লেটো, প্রাচীন গ্রীসের এথেন্স নগরীতে জন্মগ্রহণ করেন।

Q. প্লেটো কিসের জন্য বিখ্যাত ছিলেন?

A. ‘একাডেমি’ প্রতিষ্ঠা এবং ‘রিপাবলিক’ লেখার জন্য তিনি সারা বিশ্বে সবচেয়ে বেশি খ্যাতি অর্জন করেছিলেন।

Q. প্লেটোর গুরু কে ছিলেন?

A. প্লেটোর জীবনে সবচেয়ে বেশি যিনি প্রভাব ফেলেছিলেন তিনি হলেন তার গুরু সক্রেটিস।

Q. প্লেটোর আসল নাম কি?

A. তার আসল নাম অ্যারিস্টোক্লেস।

Q. প্লেটোর শিষ্য কে ছিলেন?

A. প্লেটোর শিষ্য ছিলেন এরিস্টটল।