বয়স শুধুমাত্র সংখ্যামাত্র। তা আরও একবার প্রমাণ করে দিয়েছেন বর্ষীয়ান অভিনেত্রী বাসন্তী চট্টোপাধ্যায়। এই বয়সেও অভিনয় করে নিজের ভরণপোষণ মেটাতে কাজ করে চলেছেন অভিনেত্রী। তবে কিছুদিন আগেই শারীরিক অবস্থার অবনতি হওয়ায় অভিনেত্রীকে দমদমের একটি বেসরকারি নার্সিংহোমে ভর্তি করানো হয়েছিল।
পেসমেকার বসেছে বহু আগেই সঙ্গে হাঁপানি, ক্যানসার, কিডনির সমস্যার মতো নানা জটিল রোগে দীর্ঘদিন ধরে ভুগছিলেন অভিনেত্রী। মাঝে অবস্থা সংকটজনক হওয়ায় কোমায় চলে গিয়েছিলেন অভিনেত্রী। এমন পরিস্থিতে কাছের মানুষকে পাশে পাননি তিনি। ছেলে মেয়ে থাকা সত্ত্বেও কেউই দায়িত্ব নিতে চায়না অসুস্থ মায়ের।
পারিবারিক অবস্থা ততটাও স্বচ্ছল না হওয়ায়। চিকিৎসার জন্য জমানো পুঁজি খরচ করতে হচ্ছে তাকে। এমনকি ভাঙতে হয়েছে ফিক্সড ডিপোজিটও। এর আগেও অসুস্থ হওয়ায় হাসপাতালের বিল অবধি মিটিয়েছেন অভিনেত্রীর গাড়ির চালক। যদিও পরে অভিনেত্রী তার ধার শোধ করে দেন।
বর্তমানে ‘গীতা এলএলবি’ ধারাবাহিকে অভিনেতা ভাস্বর চট্টোপাধ্যায়ের মায়ের ভুমিকায় অভিনয় করতে দেখা যাচ্ছিল তাকে। অনস্ক্রিন মায়ের অসুস্থতায় আর্থিক সাহায্য চেয়ে সোশ্যাল মিডিয়া পোস্টে সকলকে সহায়তা করার আর্জি জানায় অভিনেতা ভাস্বর চট্টোপাধ্যায়। টলিউড অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্ত সাহায্যের হাত বাড়িয়ে দেন। ঋতুপর্ণা সেনগুপ্তর উদ্যোগে সিনেটেলের তরফে অভিনেত্রীকে ২৫ হাজার টাকা দেওয়া হয়েছে।