বর্তমানে বাংলা টেলিভিশনের কৌতুক অভিনেতাদের মধ্যে একজন হলেন অভিনেতা সুব্রত গুহ রায়। যিনি ‘নিম ফুলের মধু’ ধারাবাহিকে অখিলেশ চরিত্রে অভিনয় করছিলেন। যদিও ধারাবাহিক লিপ নেওয়ার পর তার চরিত্রটি বাদ দেওয়া হবে।
ধারাবাহিকের শুরু থেকে এই অখিলেশ চরিত্রটি একটি গুরুত্বপূর্ণ অবদান রেখেছে। এই ধারাবাহিকের সুবাদে দর্শকের কাছ তিনি ‘ধ্যাষ্টামো জেঠু’র তকমা পেয়েছেন । রাস্তাঘাটে লোকজন তাকে এখন এই নামেই ডেকে থাকেন।
বর্তমানে ‘পরিণীতা’ ধারাবাহিকে আশুতোষ বসু চরিত্রে অভিনয় করছেন। আর এই নতুন ধারাবাহিকে কাজের আগে আনন্দবাজার অনলাইনের কাছে ছোটপর্দায় কাজের অভিজ্ঞতা শেয়ার করেন।
এই সংবাদমাধ্যমের তরফ থেকে অভিনেতার কাছে প্রশ্ন রাখায় হয়। বাংলা ধারাবাহিকে এখন পার্শ্বচরিত্রেরা দক্ষ অভিনেতা। কিন্তু নায়ক-নায়িকার হয়তো জিভের আড় ভাঙেনি। এমনটা কেন? উত্তরে সুব্রত গুহ রায় জানান, “এটা স্বীকার করতেই হবে বাংলা ধারাবাহিক দাঁড়িয়ে রয়েছে পার্শ্বচরিত্রের উপর। বাবা, কাকা, দাদা, মা, মাসিমা, শাশুড়ি বা খলনায়কের উপর। কিন্তু সামনে দু’জন থাকেন যাঁরা খুব মিষ্টি দেখতে। সেটাই হয়তো ধারাবাহিকের চালিকা শক্তি হয়ে উঠছে”।
অভিনেতা পার্শ্বচরিত্রে প্রসঙ্গে আরও বলেন, ‘এই যে আমার জেঠুর চরিত্রটি, যে কোনও জায়গায় কিছু সংলাপ বললেই মানুষ চিনতে পারবেন। নতুন প্রজন্মের অভিনেত্রী অরিজিতা মুখোপাধ্যায়, এমন ভাবে গড়েছে নিজের চরিত্রকে যে ‘বাবুর মা’ বলে পরিচিত হয়ে গিয়েছে’।