প্রথম থেকেই দর্শকের মনে জায়গা করে নিয়েছে জি বাংলার হিট মেগা জগদ্ধাত্রী। আর গল্পের জনপ্রিয়তা বজায় রাখতেই নতুন চমক আনছে নির্মাতারা। সেক্ষেত্রে ধারাবাহিকের নতুন প্লটে ১৭ বছর এগিয়ে যাচ্ছে জগদ্ধাত্রীর গল্প।
এতদিন জগদ্ধাত্রী হিসাবে দর্শকের মন জয় করেছিলেন অভিনেত্রী অঙ্কিতা মল্লিক। অফিসার জ্যাস সান্যাল হিসাবে দাপটের সঙ্গে অভিনয় করে এসেছেন অঙ্কিতা। তবে এবার অঙ্কিতার জায়গায় আসছেন নতুন অভিনেত্রী। জগদ্ধাত্রীর মেয়ের চরিত্রে অভিনয় করবেন অভিনেত্রী শ্রেয়সী রায়। যাকে শেষবারের জন্য দেখা গিয়েছিল সান বাংলার ‘সাথী’ ধারাবাহিকে ভিলেনের চরিত্রে।
সম্প্রতি এপিসোড গুলিতে দেখানো হবে মারা যাচ্ছে নায়িকা জগদ্ধাত্রী। বড় হয়ে উঠছে জ্যাস সান্যালের মেয়ে দুর্গা। একা হাতেই মেয়েকে মানুষ করে তুলছে তার বাবা স্বয়ম্ভু। পরবর্তীতে মায়ের মত মেয়ে দুর্গাও হবে ক্রাইম ব্রাঞ্চ অফিসার। মায়ের মৃত্যুর প্রতিশোধ নেবে সে। আর এই নিয়েই এগোবে ধারাবাহিকের গল্প।
জগদ্ধাত্রী ধারাবাহিকে অঙ্কিতা মল্লিকের জায়গায় এবার নতুন নায়িকা শ্রেয়সী রায় দর্শকের কতটা মন জয় করতে পারে এখন সেটাই দেখার অপেক্ষা।