দোলযাত্রা উপলক্ষে গত ২৮ শে এপ্রিলের টিআরপি প্রকাশ পেল আজ। টিআরপিতে ফের চমক দেখালো ফুলকি। ‘নিম ফুলের মধু’ এবং ‘জগদ্ধাত্রী’ ধারাবাহিককে হারিয়ে বাংলার টপার স্থান চলতি সপ্তাহও ছিনিয়ে নিল জি-বাংলার ‘ফুলকি’ ধারাবাহিক।
এবছর বাংলা সিরিয়ালের টিআরপির তালিকায় নজর কাড়ল স্টার জলসার ‘অনুরাগের ছোঁয়া’ ধারাবাহিক। এক লাফে ০.৫ নম্বর বাড়িয়ে রেটিং দাঁড়াল ৬.৭। সত্যিই অবিশ্বাস্য। বাংলা টপার স্থান হারালেও এই সূর্য-দীপাকে স্লট থেকে হারাতে পারছেন না বাকিরা। নম্বর বাড়িয়ে অষ্টম স্থান থেকে ষষ্ঠ স্থানে জায়গা দখল করল অনুরাগের ছোঁয়া ধারাবাহিক।
চলতি সপ্তাহে দশম স্থানে জায়গা করে নিল স্টার জলসার বঁধুয়া ধারাবাহিক। নতুন ধারাবাহিক যোগমায়ার নম্বর 4.2। ‘তোমাদের রানী’ ধারাবাহিক থেকে মাত্র কয়েকটা নম্বরের ব্যবধানে রয়েছে জি-বাংলার এই নতুন সিরিয়াল।
টিআরপিতে ৮.৪ নম্বর পেয়ে প্রথম স্থানে ফুলকি, ৮.২ রেটিং পেয়ে দ্বিতীয় স্থানে ‘নিম ফুল’। ৭.৮ নম্বর পেয়ে যুগ্মভাবে তৃতীয় স্থান দখল করেছে জগদ্ধাত্রী আর গীতা। ৭.২ নম্বর পেয়ে চতুর্থ স্থানে কোন গোপনে মন ভেসেছে এবং পঞ্চম স্থানে রয়েছে কথা। তার প্রাপ্ত নম্বর ৭.০।
প্রথম – ফুলকি (৮.৪)
দ্বিতীয় – নিম ফুলের মধু (৮.২)
তৃতীয় – জগদ্ধাত্রী । গীতা LLB (৭.৮)
চতুর্থ – কোন গোপনে মন ভেসেছে (৭.২)
পঞ্চম – কথা (৭.০)
ষষ্ঠ – অনুরাগের ছোয়া (৬.৭)
সপ্তম – কার কাছে কই মনের কথা (৬.)
অষ্টম – তোমাদের রাণী (৫. ৮)
নবম – জল থই থই ভালোবাসা (৫.৭)
দশম – বধূয়া (৫.৫)