রাইয়ের জায়গা নিল শিমুল, মাত্র ৪ মাসেই শেষ মিঠিঝোরা ধারাবাহিক?

মিঠিঝোরা ধারাবাহিক

নতুন ধারাবাহিক আসতেই জি বাংলার বেশ কিছু ধারাবাহিকের সময় ওলট পালট। শেষ হয়ে যাচ্ছে ‘মিলি’ ধারাবাহিক। টিআরপি কম থাকায় অবশেষে ধারাবাহিকটি অল্প সময়ের মধ্যেই বন্ধ করার সিদ্ধান্ত নিলেন চ্যানেল কর্তৃপক্ষ।

এদিকে নতুন ধারাবাহিক অষ্টমী জায়গা দখল করে নেয় জি-বাংলার জনপ্রিয় ধারাবাহিক ‘কার কাছে কই মনের কথা’ স্লট। টিআরপি কমতেই শিমুল পরাগকে সরিয়ে অন্য স্লটে আনা হল।

তবে সকলে অনুমান করেছিল ‘মিলি’ ধারাবাহিকটি বন্ধ হয়ে হয়তো সেই জায়গায় দেওয়া হবে ‘কার কাছে কই মনের কথা’কে। তবে আচমকাই শিমুলকে পাঠিয়ে দেওয়া হয় মিঠিঝোরা ধারাবাহিকের স্লটে। তাহলে কি মাত্র চার মাসেই শেষ হয়ে যাবে রাইয়ের যাত্রা?

না, এখনি বন্ধ হচ্ছে না এই ধারাবাহিক। কারণ সবেমাত্র ধারাবাহিকে এন্ট্রি নিয়েছে রাইয়ের নায়ক। গল্প অন্যদিকে মোড় নিতে চলেছে। তাই এই মুহূর্তে এই ধারাবাহিক বন্ধ করা যাবে না তাই মিলি র স্লটে অর্থাৎ রাত দশটায় পাঠিয়ে দেওয়া হচ্ছে  নতুন ধারাবাহিক ‘মিঠিঝোরা’কে। যদিও চ্যানেলের এই সিধান্তে একেবারেই খুশি নন ধারাবাহিকের অনুরাগীরা।