অবশেষে মাত্র ৭ মাসেই বন্ধ হল জনপ্রিয় মেগা, হতাশ দর্শক

বাদল শেষের পাখি

অবশেষে বন্ধ হল সান বাংলার জনপ্রিয় ধারাবাহিক ‘বাদল শেষের পাখি’। যার মুখ্য চরিত্রে অভিনয় করতেন অভিনেত্রী শ্রেষ্ঠা প্রামাণিক এবং অভিনেতা সুস্মিত মুখার্জী। এছাড়াও অভিনয় করেছেন রোশনি তন্বী ভট্টাচার্য, দেবজ্যোতি রায় চৌধুরী, অনিন্দিতা রায়চৌধুরী সহ আরও অনেকে। গত বছর নভেম্বর মাসে এই মেগা পর্দায় আসে। ৭ মাসেই বন্ধ হল এই ধারাবাহিক।

বেশকিছুদিন ধরেই ধারাবাহিকটি বন্ধের খবর শোনা যাচ্ছিল। আর সেই খবরে শিলমোহর দিলেন স্বয়ং অভিনেতা সুস্মিত মুখার্জী। শেষ দিনে স্বাভাবিকভাবেই আবেগপ্রবণ ছিলেন সকলে। অভিনেতা নিজের সোশ্যাল মিডিয়ায় শেষ দিনের কিছু ছবি শেয়ার করে করে নিয়েছে।

‘বাদল শেষের পাখি’ ধারাবাহিকের শুটিং ইতিমধ্যে বন্ধ হয়েছে। শেষদিনে শুটিং সেট থেকে ছবি শেয়ার করে সুস্মিত লেখেন, “আরও একটা জার্নি শেষ হতে চলেছে। এত তাড়াতাড়ি ধারাবাহিক শেষ হওয়া হতাশ হচ্ছে সুস্মিতের ভক্তরা।