জমিয়ে সাত মাসের সাধ খেলেন অভিনেত্রী প্রীতি বিশ্বাস

অভিনেত্রী প্রীতি বিশ্বাস

সেপ্টেম্বরে মাসেই মা হতে চলেছে ‘ধুলোকণা’ খ্যাত অভিনেত্রী প্রীতি বিশ্বাস। মা হওয়ার সুখবর আগেই জানিয়েছিলাম অভিনেত্রী। ২০২০ সালের ১০ই ফেব্রুয়ারি অভিনেতা রাহুল মজুমদারের সঙ্গে সাতপাক বাঁধা পরেছিলেন প্রীতি।

শুটিং সেট থেকে তাদের প্রথম আলাপ। তারপর বেশ কিছু সময় প্রেম চলার পর গাঁটছড়া বাঁধেন। বিয়ের ৪ বছর পর সুখবর জানিয়েছেন এই দম্পতি।

গতকাল সাত মাসের সাধ খেলেন প্রীতি। স্ত্রীর সাধের ছোট আয়োজন করেছিলেন রাহুল। উপস্থিত ছিলেন টলি ইন্ডাস্ট্রির কিছু কাছে বন্ধু-বান্ধব। উপস্থিত ছিলেন বনি-কৌশানী।

সেই সমস্ত ছবি ইনস্টাগ্রামে শেয়ার করে নেন অভিনেত্রী প্রীতি বিশ্বাস। ছবিতে দেখা যাচ্ছে লাল টুকটুকে শাড়ি, গা ভর্তি নতুন গয়নাতে হবু মাকে অপূর্ব দেখতে লাগছে। আর রাহুলের পরনে চিল হলুদ পাঞ্জাবী।