মা অসুস্থ হতেই বেপাত্তা সন্তানেরা, ধার করেই মেটাতে হচ্ছে হাসপাতালে বিল

অভিনেত্রী বাসন্তী চট্টোপাধ্যায়

গুরুত্ব অসুস্থ হয়ে ১৩ ই মার্চ কলকাতার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয় টেলিভিশন জগতের জনপ্রিয় অভিনেত্রী বাসন্তী চট্টোপাধ্যায়কে। বর্তমানে তিনি অভিনয় করছেন ‘গীতা এলএলবি’ ধারাবাহিকে। জানা যায়, অর্থ সংকটের জন্যই ৮৬ বছর বয়সে শারীরিক অসুস্থতা নিয়েও কাজ করছেন বর্ষীয়ান অভিনেত্রী। এই প্রথম নয়, এর আগেও একবার তাকে হাসপাতালে ভর্তি করা হয়। অভিনেত্রীর পাশে নেই তার নিজের পরিবার।

সূত্রের খবরে, একটি কিডনি নষ্ট হয়ে গেছে অভিনেত্রী বাসন্তী চট্টোপাধ্যায়ের। চলছে চিকিৎসা। বর্ষীয়ান অভিনেত্রীর হাসপাতালের বিল মেটাতে হচ্ছে ফিক্স ডিপোজ়িট ভেঙে, ধারা বাকি করে, এমনটাই জানিয়েছেন অভিনেত্রীর গাড়ির ড্রাইভার মলয় চাকির থেকে। TV9 বাংলার কাছে মুখ খুলেছেন মলয় বাবু।

অভিনেত্রীর গাড়ির ড্রাইভার মলয় বাবু TV9 বাংলা-কে জানান, “প্রথমবার হাসপাতালে ভর্তি হওয়ার সময় বাড়ি থেকে একমাত্র জামাই একদিন দেখা করতে এসেছিলেন। একদিন এসেছিলেন ছেলে-বউমা। ভিজ়িটিং আওয়ারে দেখা করেই ক্ষান্ত দিয়েছেন। মায়ের চিকিৎসার খরচপাতি, হাসপাতালের বিল মেটানোর ব্যবস্থা নিয়ে কোনও উচ্চবাচ্যই করেননি তাঁরা”।

তিনি আরও জানিয়েছেন, “১৩ মার্চ এবার দমদমের একটি নার্সিংহোমে ভর্তি করানো হয় তাঁকে। ভর্তি করাতে আমি নিয়ে গিয়েছিলাম। বাসন্তীদেবীর পরিবার কেউ আর্থিক সাহায্যের হাত বাড়িয়ে দেয়নি।

জানা যায়, দমদমের বাড়িতে একাই থাকেন তিনি। ২ সন্তান ছেলে বা মেয়ে কেউই তার সঙ্গে থাকে না। তার সঙ্গে থাকেন এই পরিচারিকা। বৃদ্ধ বয়সে তিনিই হয়ে উঠেছেন বর্ষীয়ান অভিনেত্রীর সঙ্গী। শুধুমাত্র টাকার জন্যই শারীরিক অসুস্থতা নিয়ে এই বয়সে এসেও সারাদিন শুটিং ফ্লোরে কাটাতে হয় তাকে।