চিরদিনই তুমি যে আমার ধারাবাহিকে এন্ট্রি নিল আর্যের স্ত্রী, ধারাবাহিকে নতুন চমক

চিরদিনই তুমি যে আমা

জি-বাংলার পর্দায় শুরু হয়েছে নতুন ধারাবাহিক চিরদিনই তুমি যে আমার। ধারাবাহিকের মুখ্য চরিত্রে অভিনয় করছেন জিতু কমল এবং অভিনেত্রী দিতিপ্রিয়া রায়। অল্প সময়ের মধ্যে এই মেগা ভালো সাফল্য অর্জন করেছে।

চলতি সপ্তাহে টিআরপির পাঁচে উঠে এসেছে। এবার নতুন চমক আসতে চলেছে ধারাবাহিকে। যেখানে অপুর সামনে আসবে এক অজানা সত্য। কি করবে এবার সে?

ধারাবাহিকের নতুন প্রোমোতে দেখা গেল, আর্য অপুকে তার কেবিনে ডাকে। অপু ভাবে সে আর্যকে জানিয়ে দেবে সে তাকে পছন্দ করে। অপু কেবিনে পৌঁছাতে। অপু আর আর্যের কথোপকথনের মাঝেই অফিসের এক কর্মী এসে খবর দেয় ‘মিসেস সিংহরায় খুব অসুস্থ হয়ে গিয়েছেন’। ছুটে চলে যায় আর্য। অপু অবাক হয়ে যায় আর নিজেকে প্রশ্ন করে, তাহলে আর্য স্যার বিবাহিত? সত্যিই কি বিবাহিত আর্য? আর এই মিসেস সিংহরায় কে? সেটা জানা যাবে ধারাবাহিকের আগামীপর্বে।