নতুন মেগা ‘সোহাগে আদরে’ ফিরছেন অরুণিমা! বিপরীতে নায়ক কে?

অরুণিমা হালদার

দর্শকের নজর কাড়তে পর্দায় আসছে এক অন্যধারার গল্প। নাম ‘সোহাগে আদরে’। ধারাবাহিকের মুখ্য ভূমিকায় দেখা যাবে অভিনেত্রী অরুণিমা হালদার কে। এর আগেও বড়পর্দা, ওয়েব সিরিজ় এবং ছোটপর্দা তিন জায়গাতেই অরুণিমার অভিনয় নজর কেড়েছে দর্শকের। এবার নতু ধারাবাহিক প্রসঙ্গে কি জানালেন অভিনেত্রী?

অরুণিমা জানিয়েছেন, এক দিকে যেমন সোহাগের মধ্যে ঘরোয়া সত্তা দেখা যাবে। সেই সঙ্গে তার চরিত্রের নেপথ্যে রয়েছে প্রতিবাদী সত্তাও, যা গল্পের পরতে পরতে বোঝা যাবে। এরমাঝে প্রায় সাত মাস বাড়িতেই ছিলেন তিনি। ছোটপর্দায় শেষ বার ‘কাজলনদীর জলে’ ধারাবাহিকে দেখা গিয়েছিল তাকে।

মেগায় অভিনেত্রীর চরিত্রের নাম সোহাগ অন্যদিকে নায়ক চরিত্রের নাম সুর্য। তবে নায়কে চরিত্রে দেখা যাবে কোন অভিনেতাকে? জানা যাচ্ছে ‘সূর্য’র চরিত্রে অভিনয় করবেন শুভরঞ্জন মুখোপাধ্যায়।

অরুণিমা হালদার

শুভরঞ্জনের সাথে এই প্রথমবার জুটি বাঁধবেন অরুনিমা। এবার নতুন নায়কের সঙ্গে অরুণিমার কেমিস্ট্রি কতটা মন জয় করতে পারবে দর্শকের সেটাই দেখার। খুব তাড়াতাড়ি সান বাংলার পর্দায় সম্প্রচারিত হতে চলেছে এই মেগা‌। ইতিমধ্যেই শুটিং শুরু হলেও মেগার সম্প্রচারের দিনক্ষণ সামনে আসেনি।