সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছেন অরিজিত সিং এর একটি ভিডিও। যা দেখে অবাক হচ্ছেন নেটিজেনরা। কারণ ফের কি বাবা হতে চলেছেন অরিজিৎ? অরিজিৎ-এর স্ত্রী কোয়েলের কোলে ছোট বাচ্চাটিকে দেখে এমনটাই প্রশ্ন করছেন সকলে।
ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যাচ্ছে, অন্নপ্রাশনে অনুষ্ঠানে অরিজিৎ সিং এবং তার স্ত্রী। গায়কে স্ত্রীর কোলে বাচ্চাটিকে দেখে প্রথমে অবাক হন সকলে। অনেকে তো ভেবেই ফেলেন অরিজিত সিং হয়তো আবার বাবা হয়েছেন। কারণ নিজের ব্যক্তিগত কোনও জিনিস তিনি সোশ্যাল মিডিয়ার সামনে আনেন না। তাই হয়তো এই খবরটাও তিনি জানান নি। সত্যিই কি অরিজিত সিং দুই সন্তানের পর আবার বাবা হয়েছেন?
আসলে ব্যাপারটি তেমন কিছু না। একটি ছোট বাচ্চার অন্নপ্রাশনে এসেছিলেন গায়ক এবং তার স্ত্রী। আর সেই বাচ্চাটিকে নিয়ে তারা খুব উৎসাহিত ছিলেন। বিশেষ করে গায়কের স্ত্রী কোয়েল বাচ্চাটিকে কোলে নেন এবং কিছু সুন্দর ছবি তোলনে। আর তোলা ছবিই ভাইরাল হয়ে পড়ে নেট দুনিয়ায়।
View this post on Instagram