জাতীয় মঞ্চে বাংলা গান! বাংলায় গান গেয়ে সকলকে মুগ্ধ করল ‘খুদে অরিজিৎ’ শিলিগুড়ির ছেলে শুভ

শিলিগুড়ির ছেলে শুভ

হিন্দির সুপার সিঙ্গার চলতি সিজেনে বিচারক থেকে দর্শকদের তাক লাগাচ্ছেন বাংলার ছেলে শুভ সূত্রধর। শিলিগুড়ির ১৪ বছরের এই ছেলে রীতিমতো সুপার সিঙ্গার মঞ্চ মাতিয়ে রাখছে। করণ জোহর থেকে প্রীতমও তার গানে মুগ্ধ। এমনকি তার গানের গলায় মুগ্ধ হয়ে তাকে ‘খুদে অরিজিৎ’-এর তকমা দিয়েছেন স্বয়ং বেনি দয়াল।

মাঝেমধ্যেই শুভর গান ভাইরাল হয়ে পড়ছে সোশ্যাল মিডিয়ায়। তার গানে শুধু বাংলা নয়, মুগ্ধ গোটা বলি জগত। সম্প্রতি আরও একটি গানের ভিডিও ভাইরাল হয়েছে। যেখানে দেখা যাচ্ছে বাংলায় গান গাইছে দুই বাংলার রত্ন ক্যাপ্টেন অরুণিতা কাঞ্জিলাল এবং শিলিগুড়ির ছেলে শুভ সূত্রধর।
লতা-কিশোরের এই সুপারহিট গান এদিন শোনা গেল বাংলা গান শোনা গেল এই দুই প্রজন্মের গলায়। গানের নাম ‘এ কি ভালোবাসা’। বাংলা-হিন্দি দুটো ভার্সন মিলিয়ে গাণ করেন অরুনিতা আর শুভ। তাদের গান শুনে রীতিমতো মুগ্ধ বিচারকরা।