একসময় টিভির পর্দায় সাপ্তাহিক টেলি সিরিজ ব্যাপকভাবে জনপ্রিয়তা পেয়েছিল, তাই আবারও সেই পুরনো প্রথাকে ফিরিয়ে আনা হল কালার্স বাংলার পর্দায়। কালার্স বাংলায় আসছে ১০০ পর্বের টেলি সিরিজ। নাম ‘হরি ঘোষের গোয়াল’। পরিকল্পনায় রয়েছেন কৃষ্ণেন্দু চট্টোপাধ্যায়। এই টেলি সিরিজের পরিচালনায় রয়েছেন নন্দিনী চট্টোপাধ্যায়।
ভরপুর কমেডিতে মোড়া এই সিরিজের কেন্দ্রবিন্দুতে রয়েছে ‘ঘোষ বাড়ি’। আর সেই সেই বাড়ির কর্তা হলেন হরি প্রসন্ন ঘোষ। আর এই চরিত্রে অভিনয় করতে চলেছেন অভিনেতা বিশ্বনাথ বসু। এই প্রসঙ্গে আজকাল ডট ইন-কে কৃষ্ণেন্দু চট্টোপাধ্যায় জানান, “প্রতি শনিবার ও রবিবার সম্প্রচারিত হবে এক একটি পর্ব। বিশ্বনাথদা ছাড়াও এই গল্পের এক একটি পর্বে থাকবেন তুলিকা বসু, ফাল্গুনী চট্টোপাধ্যায়, অপ্রতীম চট্টোপাধ্যায় সহ আরও অনেকে। এই ধরনের টেলি সিরিজ এক সময় দর্শক মহলে ব্যাপক জনপ্রিয়তা পেয়েছিল। তাই আবারও সেই চেনা ছকের ধাঁচ ফিরিয়ে আনার চেষ্টা চলছে।”
অন্যদিকে সোশ্যাল মিডিয়ায় ‘ঘোষ বাড়ি’র ছবি পোস্ট করে নিজেই জানিয়েছেন নতুন কাজের ব্যাপারে। জানা যাচ্ছে, আগামী বছর অর্থাৎ ২০২৫-এর শুরুতেই সম্প্রচারিত হবে ‘হরি ঘোষের গোয়াল’।