‘এই সমস্ত শিল্পীদের আনতে লজ্জা করে না?’ বেসুরো গান গেয়ে তীব্র কটাক্ষের শিকার ‘দুই শালিক’ খ্যাত আঁখি ওরফে নন্দিনী

নন্দিনী দত্ত

শীতের আমেজ শুরু হতে না হতেই কলকাতা সহ বিভিন্ন জেলা জুড়ে চলছে উৎসবের ঘনঘটা। আর এই অনুষ্ঠানগুলিতে দর্শকের মনোরঞ্জন করতে উপস্থিত থাকেন বড়পর্দা থেকে শুরু করে ছোটপর্দার জনপ্রিয় তারকারা। পাশাপাশি সামনে থেকে তারকাদের দেখার জন্য জনসমাগমে উপছে ওঠে অনুষ্ঠান প্রাঙ্গন।

সম্প্রতি পানিহাটি বইমেলা উৎসব অনুষ্ঠানে অতিথি হিসাবে উপস্থিত ছিলেন স্টার জলসার ‘দুই শালিক’ সিরিয়ালের অভিনেত্রী নন্দিনী দত্ত। সেখানেই স্টেজে উঠে ‘দুই পৃথিবী’ ছবির হিট গান ‘প্যায়ারেলাল’ গানটি গাইলেন অভিনেত্রী। পরনে কালো জ্যাকেট, কালো প্যান্ট, একহাতে ফোন আরেক হাতে মাইক নিয়ে গাইছেন অভিনেত্রী। অনুষ্ঠানের সেই ভিডিও ক্লিপ ভাইরাল হওয়ার সাথে সাথে শোরগোল নেটপাড়ায়। চূড়ান্ত কটাক্ষের শিকার হচ্ছেন অভিনেত্রী। এমনকি ভিডিও দেখে অনেকে কটু মন্তব্য করতেও ছাড়েননি।

তাদের মধ্যে থেকেই একজন বলেছেন, ‘এত টাকা দিয়ে এই সমস্ত শিল্পীদের আনতে লজ্জা করে না? অভিনেত্রী যখন তাহলে দুই একটা ডায়লগ আর কিছু কথা বলে চলে গেলেই তো হত। এইভাবে গানবাজনাকে অপমান করার অধিকার কে দিয়েছে?’ অন্য আরেকজন বলেন, ‘যে যেটা পারে সেটাই করুক, গান গাওয়ার মত ভুল কাজ আর করবেন না।’

নেটিজেনদের মন্তব্যে পালটা জবাব দিতেও ছাড়েননি নন্দিনী। অভিনেত্রীর কথায়, ‘আমি গায়িকা নই। এমনকি আমি ভালো গাইতেও পারি না। তবে দর্শকের অনুরোধে স্টেজে গাইতে হয়। আমি অভিনয়টা ভালভাবে করার চেষ্টা করি, তাই সেটা নিয়ে কেউ কটাক্ষ করলে বলার একটা জায়গা থাকত। এক্ষেত্রে তাই নেটিজেনদের কটাক্ষ নিয়ে আমি ভাবতে চাই না।’