বাংলা ছবির জগতে একজন জনপ্রিয় অভিনেত্রী হলেন অঞ্জনা বসু (Anjana Basu)। ছোট পর্দা থেকে বড় পর্দা সর্বত্রই দাপটের সঙ্গে কাজ করেছেন। ‘বিজয়িনী’, ‘গানের ওপারে’, ‘মন মানে’, ‘পিলু’, একাধিক ধারাবাহিকে অভিনয় করেছেন।পিলু ধারাবাহিকে ‘মণি মা’ চরিত্রে বেশ ভালোই প্রশংসা পেয়েছিলেন।
কখনো তাকে মায়ের চরিত্রে আবার কখনো কড়া ধাঁচের শ্বাশুড়ির চরিত্রে দেখা যায়। গত এক বছর ধরে বিছানায় শয্যাশায়ী ছিলেন অসুস্থতার কারণে। ‘দিলখুশ’ ছবির শুটিং চলাকালীন অসুস্থ হয়ে পড়েছিলেন অঞ্জনা। প্রায় মৃত্যুর মুখে চলে গিয়েছিলেন তিনি। গুরুতর অসুস্থতার জন্যই ছোটপর্দা থেকে বিরতি নিয়েছিলেন বেশকিছুদিন। সব প্রতিকুলতা জয় করেই আবার কাজে ফিরছেন অভিনেত্রী।
তাকে দেখা যাবে রুকমা রায়ের নতুন সিরিয়াল ‘রুপ সাগরে মনের মানুষ’-এ। বহুদিন পর আবার কামব্যাক নিয়ে এক সাক্ষাৎকারে অভিনেত্রী জানান, “গত এক বছর ধরে অসুস্থতার কারণে তাকে সারাক্ষণ শুয়ে থাকতে হত। প্রচন্ড ব্যথা যন্ত্রণা তিনি সহ্য করতে পারত না। তবে মনের জোর হারাননি। বিছানায় শুয়েই কান্নাকাটি করে নিজেকে শান্ত করে নিতেন। তিনি ভেবে নিয়েছিলেন আর হয়তো কোনদিন স্বাভাবিক জীবনে ফিরে যেতে পারবেন না”।
অভিনেত্রী আরও জানান, সেই সময় পরিস্থিতি এমন হয়ে যায় যে তিনি চেয়েছিলেন শুধু বেঁচে থাকতে। যাতে নিজের স্বামী এবং সন্তানকে চোখে দেখতে পান। তবে সব বাধা পেরিয়ে তিনি আবার পর্দায় ফিরতে পারছেন এতেই খুশি তিনি।