‘ভালো গল্প দর্শক দেখবে না। চ্যানেলও ব্যবসা করতে এসেছে’, সিরিয়াল বন্ধ হওয়া নিয়ে মুখ খুললেন ‘টাপুর টুপুর’-এর মাফিন ওরফে পায়েল

অভিনেত্রী মাফিন চক্রবর্তী

অভিনেত্রী মাফিন চক্রবর্তী, যিনি ছোটপর্দার এক জনপ্রিয় মুখ। যাকে এক ডাকেই সবাই চেনেন। বর্তমানে প্রথম সারির চ্যানেলে তাকে দেখা না গেলেও, তিনি কালার্স, আকাশ আট চ্যানেলে কাজ করছেন। এর আগে প্রথম সারির চ্যানেলের নিয়মিত মুখ ছিলেন।

ক্যারিয়ারে মাফিন সবচেয়ে বেশি জনপ্রিয়তা পেয়েছিলেন স্টার জলসার ‘টাপুর টুপুর’ ধারাবাহিকে পায়েল চরিত্রে অভিনয় করে। পায়েল চরিত্রটি টিভির পর্দায় এক আলাদাই আলোড়ন ফেলেছিল যা, পার্শ্বচরিত্র হয়েও ছাপিয়ে গিয়েছিল মুখ্য চরিত্রকে।

হিন্দুস্তান টাইম বাংলার এক সাক্ষাৎকারে খোলামেলা আড্ডা দিতে দেখা যায় মাফিনকে। অভিনেত্রী জানান, “একসময় তিনি মায়ের চরিত্রে অভিনয় করতে চাইতেন না কিন্তু আজ দিব্যি সেই চরিত্রে অভিনয় করছেন। আসলে বয়সের সাথে সাথে মানসিক সিদ্ধান্ত বদল। তবে যেই ধারাবাহিকে তিনি কাজ করছেন সেটা সাহিত্য ভিত্তিক বলেই কাজ করছেন”।

আগেকার ধারাবাহিক মানে মেগা। কিন্তু আজকাল মাত্র চার পাঁচ মাসে সিরিয়াল শেষ করে দেওয়া হচ্ছে। এই বিষয়ে তাকে প্রশ্ন করা হলে অভিনেত্রী স্পষ্ট বলেন, “এটা ভীষণ খারাপ একটা সময়। একটা ধারাবাহিককে সময় দেওয়া উচিত। দু তিন মাস চলল না, টিআরপি পেল না বলে সিরিয়াল বন্ধ করে দেবে? কিন্তু প্রযোজকদের অবশ্যই ক্ষতি হয়”।

অভিনেত্রী আরও জানান,  “দর্শকরাই কিন্তু ২-৩ টে বিয়ে দেখতে চান। সাধারণ প্লটের দুর্দান্ত একটি গল্প পেশ করলে দর্শক দেখবে না।  টিআরপি পাবে না। আর চ্যানেলও তো দিন শেষে ব্যবসা করতে এসেছে”।

Source: bangla . hindustantimes . com

Leave A Reply

Please enter your comment!
Please enter your name here