‘মেঘের লেখা চিঠি হ্যান্ডরাইটিং এক্সপার্টের কাছে পরীক্ষা করাবো’! রূপ ময়ূরীকে শাস্তি দিতে কোর্টে যাবে অনিন্দ্য, ‘ইচ্ছে পুতুল’ ধারাবাহিকে নতুন মোড়

ইচ্ছে পুতুল

জি বাংলার অন্যতম জনপ্রিয় ধারাবাহিক ‘ইচ্ছে পুতুল’। ধারাবাহিকের নাম ভূমিকায় অভিনয় করেছেন অভিনেত্রী তিতিক্ষা দাস এবং অভিনেতা মৈনাক বন্দ্যোপাধ্যায়। খল চরিত্রে অভিনয় করছেন অভিনেত্রী শ্বেতা মিশ্র।

ধারাবাহিকে দেখানো হচ্ছে মেঘের ক্ষতি করার জন্য নোংরা খেলায় মেতেছে ময়ূরী এবং রুপ। মেঘ অপমান সহ্য করতে না পেরে আত্মহত্যা করে। এদিকে গিনি বুঝতে পারে এটা রুপের ষড়যন্ত্র। তাই মেঘের বদলা নিতে সে রুপের বন্ধুর সাহায্য নেয়।

অন্যদিকে রুপ ময়ূরীর ঘাড়ে সব দোষ চাপিয়ে দেয়। ময়ূরীও বুদ্ধি করে রুপের কথা রেকর্ড করে নেয়। ধারাবাহিকে আসন্ন পর্বে দেখা যাবে, ময়ূরী তারা বাবাকে জিজ্ঞেস করে, “এখন কি আর পুলিশকে নালিশ করলে তারা শুনবে?” ময়ূরীর প্রশ্নে অনিন্দ্য পাল্টা জবাব দিয়ে জানান, না শুনলে কোর্টে যাব। মেঘের লেখা চিঠিটা হ্যান্ডরাইটিং এক্সপার্টের কাছে পরীক্ষা করাবো। বাবার কথা শুনে ভয় পেয়ে যায় ময়ূরী।