দ্বিতীয়বার ক্যান্সারে আক্রান্ত অভিনেত্রী ঐন্দ্রিলা শর্মা। প্রথমবার তিনি ক্যান্সারে আক্রান্ত হয়েছিলেন ২০১৫ সালে মাত্র ১৭ বছর বয়সে। ক্যান্সার জয় করে ফিরে সুন্দর জীবনযাপন করছিলেন জীয়নকাঠি খ্যাত অভিনেত্রী ঐন্দ্রিলা শর্মা। তবে আবার এইবছর সরস্বতী পূজার দিন কাঁধে প্রচন্ড যন্ত্রণা শুরু হয়। ভর্তি হন দিল্লির এক বেসরকারি হাসপাতালে। টেস্ট করে ধরা পড়ে অভিনেত্রীর ডান দিকের ফুসফুসে রয়েছে একটি টিউমার অর্থাৎ আবারও ক্যান্সারে আক্রান্ত ঐন্দ্রিলা।
দ্বিতীয়বার ক্যান্সারে আক্রান্ত হওয়ার পর দিল্লির এক বেসরকারি হাসপাতালে চিকিৎসা শুরু হয়। হাসিমুখে ক্যান্সারের সাথে লড়ছেন অভিনেত্রী। পাশে ছিলেন তার প্রেমিক সব্যসাচী অর্থাৎ পর্দার বামাক্ষ্যাপা।
গত ২৫ শে মে অভিনেতা সব্যসাচী চৌধুরী জানায়, তিন মাস ধরে কেমোথেরাপি নিয়েছেন অভিনেত্রী। যার ফলে টিউমারের আয়তন অনেকটাই কমেছে এবং চিকিৎসকরা সার্জারির সিধান্ত নিয়েছেন। যদিও এটি খুব ঝুঁকিপূর্ণ। কারণ হৃদপিণ্ডের খুব কাছেই টিউমারটি।
তবে স্বস্তির খবর অভিনেত্রী ঐন্দ্রিলা শর্মার অপারেশন সফল হয়েছে। ১৩ সেমি X ১১ সেমি X ৯ সেমি মাপের টিউমার বাদ দেওয়া হয়েছে। আপাতত সুস্থ রয়েছেন অভিনেত্রী। এত বড় সার্জারির পর স্বাভাবিক ভাবেই দুর্বল অভিনেত্রী তাই এখন তাকে আপাতত আইসিইউতে রাখা হয়েছে। কিছুদিন ডাক্তারের নির্দেশে থাকবেন। তারপর শরীরের পরিস্থিতি বুঝে ছুটি দেওয়া হবে। এমনটাই জানায় ঐন্দ্রিলার প্রেমিক সব্যসাচী।