নায়িকা মানেই অতিরিক্ত ফিটনেস, মানতে রাজি নন অভিনেত্রী অনামিকা

অভিনেত্রী অনামিকা চক্রবর্তী

হিরো-হিরোইন মানেই সকলের মাথায় পাতলা চেহারা, ডায়েট, অতিরিক্ত মাত্রায় ফিটনেস। কিন্তু অভিনয় জগতে নিজেকে প্রতিষ্ঠা করা মানে পাতলা চেহারা ও অতিরিক্ত মাত্রায় ফিটনেস মানতে রাজি নন অভিনেত্রী অনামিকা চক্রবর্তী।

অনামিকা ফিটনেসের ব্যাপারে আর পাঁচটা অভিনেত্রীদের থেকে কিছুটা আলাদা। অভিনেত্রী অনামিকা পর্দার জন্য অতিরক্ত ফিটনেস এবং ডায়েট বিশ্বাসী নন। তার মতে ত্বক এবং নিজেকে স্বাচ্ছন্দ্য বোধ করাটা যথেষ্ট। অভিনেত্রী জানায়, “লোকেরা যদি আমাকে আরও পাতলা দেখতে চায় তবে তাদের আমার প্রতি দৃষ্টিভঙ্গি ভুল রয়েছে”।

অভিনেত্রীকে শোবিজে যোগ দেওয়ার সময় যখন জিজ্ঞেস করা হয়, আপনি কি রোগা হতে চান? উত্তরে অনামিকা স্পষ্ট জানান, “প্রাকৃতিকভাবে পাতলা লোকদের আরও পাতলা হওয়ার জন্য স্বাস্থ্যের ক্ষতি করার কোনও প্রয়োজনই নেই। হয়তো আমি গোলগাল কিন্তু আমি স্বাস্থ্যবান। এটা আমার কাছে গুরুত্বপূর্ণ। আমি সবাইকে বলতে চাই নিজের চেহারা নিয়ে অযৌক্তিক পরামর্শের প্রতি মনোযোগ না দেওয়াই ভালো”।

অভিনেত্রী শেয়ার করেন তিনি সকালে দেরিতে ওঠার কারণে দুপুরে এবং রাতে খাবার খান। ব্রেকফাস্টে তিনি কফি পান করেই কাটান। আর অভিনেত্রী আরও জানান তিনি সবসময় ঘরের তৈরি করা খাবার খান।

Leave A Reply

Please enter your comment!
Please enter your name here