স্টার জলসার জনপ্রিয় ধারাবাহিক ‘কথা’। বর্তমানে টিআরপির প্রথম স্থানে জায়গা করে নিচ্ছে এই মেগা। কথা আর অগ্নি এই জুটিকে দর্শক খুব অল্প সময়ের মধ্যে পছন্দের তালিকায় আপন করে নিয়েছে।
ধারাবাহিকের সাম্প্রতিকতম এপিসোডগুলিতে দেখানো হয়েছে অগ্নিকে বাঁচাতে গিয়ে গিয়ে গুলি লাগে কথার। তবে কথা কে গুলি করেছে সেটা খুঁজতেই মরিয়া গোটা গুহ পরিবার। এসবের মাঝেই বড় দিনের উৎসবে মেতে ওঠে ‘তেঁতুলপাতা’র ঋষি ও ঝিল্লি।
অগ্নি কথাকে বলে সে তাকে সমস্ত খুশিতে ভরিয়ে দেবে। ঠিক সেই মুহূর্তে কেক হাতে সান্তাক্লজ সেজে হাজির এক অচেনা ব্যক্তি। সকলের নজর যায় তার আংটির দিকে। কে এই অচেনা ব্যক্তি? কি তার পরিচয়? কথা আর অগ্নির জীবনে কি আবার নতুন কোনও বিপদ সেটা জানা যাবে ধারাবাহিকের আগামীপর্ব গুলিতে।