গল্প ভালো সত্ত্বেও আচমকাই শেষ হয়ে গেল ‘মিলি’ ধারাবাহিক, ‘অনেক চ্যালেঞ্জের মধ্যে দিয়ে যেতে হয়েছে’, আক্ষেপ নিয়ে মুখ খুললেন খেয়ালী-অনুভব

মিলি

কথায় বলে কারও পৌষ মাস তো কারও সর্বনাশ! যে কোনও নতুন ধারাবাহিক আসা মানেই কোপ পড়বে পুরনো মেগার উপর। ধারাবাহিকের বয়স ছয় মাসও হয়নি, তারই মধ্যে যাত্রা শেষ করল জি বাংলার ধারাবাহিক ‘মিলি’। প্রথম থেকেই টিআরপির তালিকায় ব্যর্থ এই ধারাবাহিক। অনুভব কাঞ্জিলাল ও খেয়ালী মন্ডল অভিনীত এই ধারাবাহিকের গল্প সুন্দর হলেও দর্শকের মনে ধরেনি।

শুধু তাই নয়, টিআরপি তালিকায় স্থান না পাওয়ার কারণেই ‘মিলি’ শেষ করে দেওয়ার সিদ্ধান্ত নেয় চ্যানেল কর্তৃপক্ষ। তবে আচমকাই ধারাবাহিক শেষ হওয়াতে সম্প্রতি ‘টলি ফোকাস ইউটিউব‘ চ্যানেলে মুখ খুললেন ধারাবাহিকের নায়ক-নায়িকা।

এর আগে ‘আলতা ফড়িং‌’ ধারাবাহিকের নায়িকা ছিলেন খেয়ালী, অভিনেত্রীর মতে, নম্বর দিতে হলে ‘আলতা ফড়িং’ এর চেয়েও ‘মিলি’ তার কাছে এগিয়ে। অন্যদিকে অনুভব এবং খেয়ালী দুজনেরই মতে, কম বয়সীদের মধ্যে ধারাবাহিক যথেষ্ট জনপ্রিয় হয়েছিল। কিন্তু তা সত্ত্বেও টিআরপি তালিকায় তার প্রভাব পড়লো না কেন?

এই প্রসঙ্গে পর্দার নায়ক ‘অর্জুন’ ওরফে অনুভব জানান, বর্তমানে সোশ্যাল মিডিয়াতে, জি ফাইভে ধারাবাহিকের এপিসোড আগে থেকে চলে আসাতে সেখান থেকেই অধিকাংশ দর্শক এপিসোড দেখে নিতেন। তাছারাও ফ্যানবেসের দিক থেকে দেখলে‌ অন্যান্য ধারাবাহিকের চেয়েও ‘মিলি’ অনেকটা এগিয়ে রয়েছে বলে মনে করেন অনুভব। এমনকি ভবিষতে মিলির মত প্রোজেক্টে কাজ করার সুযোগ পেলে নিশ্চয়ই করবেন।

অন্যদিকে খেয়ালী জানান, ‘এমন অনেক দিন গেছে যেদিন আমরা ভেবেছি, কাল হয়তো আর শ্যুটিং হবে না।’ শুরু থেকেই অনেক চ্যালেঞ্জের মধ্যে দিয়ে গেছে এই ধারাবাহিক। তবুও শেষ পর্যন্ত ঘুরে দাঁড়িয়েছে মিলি। ধারাবাহিক শেষ হয়ে গেলেও তাদের কাছে আজও মনে হয়, তারা হয়ত কিছু দিনের বিরতিতে আছেন, আবার হয়ত শ্যুটিং ফ্লোরে ডাক পড়বে তাদের।