‘আলতা ফড়িং’ ধারাবাহিকে মুখ্য চরিত্রে অভিনয় করছেন নবাগতা অভিনেত্রী খেয়ালী মন্ডল। এটি তাঁর প্রথম লিড ধারাবাহিক। এর আগে কালার্স বাংলায় ‘মৌ-এর বাড়ি’ ধারাবাহিকে পার্শ্ব চরিত্রে অভিনয় করেছেন অভিনেত্রী। তবে ‘আলতা ফড়িং’ ধারাবাহিকে মুখ্য চরিত্রে অভিনয় করেই ব্যাপক জনপ্রিয়তা পাচ্ছে ইন্ডাস্ট্রিতে।
ধারাবাহিকে ফড়িং অর্থাৎ অভিনেত্রী খেয়ালী মন্ডলের অভিনয় মন ছুঁয়ে গেছে দর্শকের। সোশ্যাল মিডিয়ায় দর্শক প্রশংসা জানাচ্ছেন তাঁকে। তবে এই সাফল্যে অভিনেত্রীর জীবনে খুব সহজেই আসেনি। অনেক পরিশ্রমের মধ্যে দিয়ে আজ এই জায়গায় খেয়ালী। ‘Tolly Time’ -এর এক সাক্ষাৎকারে ‘আলতা ফড়িং’-এর এই নায়িকা নিজের জীবনের কিছু স্ট্রাগলের কথা শেয়ার করলেন।
খেয়ালী জানিয়েছেন, ‘তিনি মাত্র ১০ বছর বয়স থেকে কাজ করছেন। ব্যাকআপ ডান্সার ছিলেন তিনি। তাঁর মায়ের ইচ্ছে ছিল মেয়েকে পর্দায় নায়িকা হিসাবে দেখার। অভিনয়ের জন্য প্রচুর অডিশন দিয়েছেন অভিনেত্রী। কিন্তু রিজেক্ট হতে হতে একসময় অভিনয়ের আশাই ছেড়ে দিয়েছিলেন”।
অভিনেত্রী আরও জানান, ‘কেউ কেউ আমাকে বলেছিল তোর উপর কখনো স্পটলাইট থাকবে না, তুই সবসময় পিছনেই থাকবি। আজ তারাই আমাকে টেক্সট করে প্রশংসা জানায়”।