বিয়ের পর বেশ কিছুদিন অন্তরালে চলে গিয়েছিলেন রচনা বন্দ্যোপাধ্যায়! ‘কম্প্রোমাইজ করতে পারলে হয়তো ভালো স্ত্রী হতে পারতাম’, বললেন অভিনেত্রী

রচনা বন্দ্যোপাধ্যায়

‘দিদি নং ১’ এর হোস্ট রচনা বন্দ্যোপাধ্যায় টলিউড ইন্ডাস্ট্রির একজন খ্যাতনামা অভিনেত্রী। বাংলার পাশাপাশি ওড়িয়া ফিল্ম ইন্ডাস্ট্রিতেও কাজ করেছেন। অনেকেই হয়তো জানেন না অভিনয় জগতে আসার আগে রচনা বন্দ্যোপাধ্যায়ের নাম ছিল ঝুমঝুম বন্দ্যোপাধ্যায়। পরিচালক সুখেন দাস ঝুমঝুম বদলে নামকরণ করেন রচনা বন্দ্যোপাধ্যায়।

টলিউডে একটা সময় ছিল যখন একের পর এক হিট ছবি উপহার দিয়েছেন রচনা বন্দ্যোপাধ্যায়। তাঁর অভিনয়ের বরাবর প্রশংসিত দর্শকমহলে। কিন্তু ক্যারিয়ারের শিখরে পৌঁছেই আচমকাই বেশ কিছুদিন অন্তরালে চলে গিয়েছিলেন রচনা বন্দ্যোপাধ্যায়। আসলে সেই সময়টা অভিনেত্রী বিয়ে করেছিলেন। তারপর সন্তান জন্মানোর অভিনয় থেকে দূরে ছিলেন। ছেলে প্রণীলের জন্য সেইসময় নিজের ক্যারিয়ার ত্যাগ করেছিলেন অভিনেত্রী। এরপর স্বামীর সঙ্গে বিচ্ছেদ, জীবনের উত্থান-পতনের মধ্যে দিয়ে গেছেন রচনা।

যদিও পরে ‘দিদি নং ওয়ান’ তাঁর ক্যারিয়ারে সবচেয়ে বড় সাফল্য ছিল। কিছুদিন আগের কথা শাশ্বত চট্টোপাধ্যায়ের ‘অপুর সংসার’এ এসে নিজের মনের কথা তুলে ধরেন অভিনেত্রী। সেখানে এসে অভিনেত্রী জানিয়েছিলেন, “আমার মনে হয় না সংসার করার জন্য বা বউ হওয়ার জন্য যে গুণগুলো থাকা দরকার তা আমার আছে। তাই স্ত্রী হিসাবে নিজেকে শূন্য দিতে চাই”।

শাশ্বতর প্রশ্ন ছিল কি করলে রচনা একজন সুগৃহিণী-তে হতে পারতেন? উত্তরে অভিনেত্রী বলেন হয়তো “কম্প্রোমাইজ করতে পারলে হয়তো ভালো স্ত্রী হতে পারতাম। তবে তা হয়নি। তাঁর মতে অভিনয় পেশা অন্য পেশা থেকে আলদা। অনেক অ্যাডজাস্ট করতে হয়। যারা অভিনয় করেন তাদের অভিনয় জগতের মানুষের সঙ্গে বিয়ে করা উচিত। অথবা এই পেশাকে বুঝবেন এমন মানুষকে বিয়ে করা উচিত”।

Leave A Reply

Please enter your comment!
Please enter your name here