ফের ষড়যন্ত্র! হিন্দি গানের রিয়ালিটি শো থেকে বাদ পড়ল সব বাঙালি, ক্ষোভে ফুঁসছে বাঙালি দর্শকেরা

ইন্ডিয়ার আইডল

প্রতি বছর হিন্দি গানের রিয়্যালিটি শোয়ে অংশ নিয়ে থাকে একাধিক বাঙালিরা। বলাই বাহুল্য, বাংলা থেকে উঠে আসা প্রতিযোগীদের গানের গলা শুনে অবাক হয়ে যায় তাবড় তাবড় বলিউড শিল্পীরা। তবুও কেন বাংলার ছেলে-মেয়েদের প্রতি বছর ষড়যন্ত্রের শিকার? এরকম বহুবার বিক্ষোভ জানিয়েছেন বাংলার শ্রোতারা।

চলতি সিজেনেও সেই একই চিত্র। ক্ষোভে ফুঁসছে বাংলার গান প্রেমীরা। ফাইনালের দিকে দিন যত এগোচ্ছে ইন্ডিয়ার আইডল (Indian Idol) মঞ্চ থেকে বাদ পড়ছে একের পর এক বাঙালি, কেন বাঙালি ছেলে-মেয়েদের বিজেতা করা হয় না সেই মঞ্চে? অভিযোগ দর্শকের।

গত রবিবারেই বাদ পড়লেন বাংলার মেয়ে ময়ূরী। আর এই ঘটনার পরেই ক্ষোভে ফেটে পড়েছেন সকলে। সোশ্যাল মিডিয়ায় ইন্ডিয়ার আইডল শো ঘিরে একের পর এক কটাক্ষ। অনেকের মতে পুরোটাই রাজনীতির খেলা।