দীর্ঘ বিরতির পর অবশেষে আবারও নতুন ধারাবাহিকে কামব্যাক করছেন বাংলা সিরিয়ালের অতি পরিচিত অভিনেত্রী অলকানন্দা গুহ। আচমকাই ছোটপর্দা থেকে বেশ কিছু দিনের জন্য বিরতি নিয়েছিলেন তিনি। স্টার জলসার জনপ্রিয় ধারাবাহিক ‘আয় তবে সহচরী’ – তে অভিনয় করে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেছিলেন অভিনেত্রী। নায়িকা নয় পার্শ্ব চরিত্রে অভিনয় করেই দর্শকের মনে জায়গা করে নিয়েছিলেন এই অভিনেত্রী।
শুধু তাই নয়, ‘নবাব নন্দিনী’, ‘করুণাময়ী রাণী রাসমণি’, ‘মহাপীঠ তারাপীঠ’ এর মন জনপ্রিয় ধারাবাহিকে কাজ করেছেন অভিনেত্রী। তবে এবার টেলিসূত্রের খবর অনুযায়ী, নতুন সিরিয়াল নিয়ে ছোটপর্দায় ফিরলেন ‘আয় তবে সহচরী’ খ্যাত ঝুমকি ওরফে অলকানন্দা।
স্টার জলসার নতুন ধারাবাহিক ‘বঁধুয়া’-তে এক বিশেষ চরিত্রে দেখা যাচ্ছে তাকে। সবে মাত্র ২/৩ দিন হয়েছে শুরু হয়েছে এই ধারাবাহিক। আর তারমধ্যেই দর্শকের মন জিতে নিয়েছে।
View this post on Instagram