দ্বিতীয়বার ক্যান্সারে আক্রান্ত অভিনেত্রী ঐন্দ্রিলা শর্মা। প্রথমবার তিনি ক্যান্সারে আক্রান্ত হয়েছিলেন ২০১৫ সালে মাত্র ১৭ বছর বয়সে। ক্যান্সার জয় করে ফিরে সুন্দর জীবনযাপন করছিলেন জীয়নকাঠি খ্যাত অভিনেত্রী ঐন্দ্রিলা শর্মা।
এইবছর সরস্বতী পূজার দিন কাঁধে প্রচন্ড যন্ত্রণা শুরু হয়। ভর্তি হন দিল্লির এক বেসরকারি হাসপাতালে। টেস্ট করে ধরা পড়ে অভিনেত্রীর ডান দিকের ফুসফুসে রয়েছে একটি টিউমার অর্থাৎ আবারও ক্যান্সারে আক্রান্ত ঐন্দ্রিলা। দ্বিতীয়বার ক্যান্সারে আক্রান্ত হওয়ার পর দিল্লির এক বেসরকারি হাসপাতালে চিকিৎসা হয়। দ্বিতীয়বারও হাসি-মুখে এবং মনের জোরে ক্যান্সার যুদ্ধে জয়ী হন অভিনেত্রী।
১৩ সেমি X ১১ সেমি X ৯ সেমি মাপের টিউমার বাদ দেওয়া হয়েছে। সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন বেশ কিছুদিন আগেই। বর্তমানে তিনি অনেকটাই সুস্থ। হাসপাতাল থেকে ফেরার পর প্রথম সোশ্যাল মিডিয়ায় থ্রো ব্যাক ছবি আপলোড করে নিজের লড়াইয়ের অভিজ্ঞতা জানাতে ক্যাপশনে লেখেন, “জীবনের প্রতিটি ঘটনা তাকে শক্তিশালী করে তুলেছে।