১২ দিনের শিশুর প্রাণ বাঁচাল পরিচালক রাজ চক্রবর্তী

রাজ চক্রবর্তী

বাংলা ইন্ডাস্ট্রি জনপ্রিয় পরিচালক রাজ চক্রবর্তী, যদিও তিনি এখন বিধায়ক। ব্যারাকপুরে ভোটে জেতার পরই তিনি মানুষের সেবায় নিজেকে উৎসর্গ করে দিয়েছে। কিছুদিন আগে ১৯ দিনের শিশুর হার্টের চিকিৎসার ব্যবস্থা করে প্রশংসিত হয়।

আবারও মানবিকতার নজির গড়ল পরিচালক রাজ। ব্যারাকপুরে এক শিশুর প্রতি সাহায্যের হাত এগিয়ে দিল রাজ। ব্যারাকপুরের ১৮ নম্বর ওয়ার্ডের বাসিন্দার মাত্র ১২ দিনের শিশুর জন্ম পর থেকে হৃদরোগে আক্রান্ত। শিশুটিকে নিয়ে তার পরিবার ছোটাছুটি করেছে এক হাসপাতাল থেকে আরেক হাসপাতাল। কিন্তু কোনও হাসপাতালে সিট পাননি।

রাজ চক্রবর্তী

এই খবরটি ব্যারাকপুরের কাউন্সিলারের তরফ থেকে রাজ চক্রবর্তীর কানে পৌঁছায়। গভীর রাতে খবর আসে রাজের কাছে। সেই রাত থেকে হাসপাতালের খোঁজ করেন পরিচালক। ভোর রাতে হাসপাতালের খোঁজ পেয়ে ছুটে যান রাজ। শিশুটিকে হাসপাতালে ভর্তি করিয়ে চিকিৎসার দায়িত্ব নেন রাজ।

রাজ চক্রবর্তী জানান, শিশুটি এখন পুরো সুস্থ। ওর মা-বাবা যখন বাচ্চাটিকে আমার কাছে নিয়ে আসেন তখন আমার বড় পাওনা ছিল ওর মুখের হাসিটা।

Leave A Reply

Please enter your comment!
Please enter your name here