মায়ের পর আমারও! ‘ক্যান্সার শুনে আমাকে জড়িয়ে ধরে হাউহাউ করে কেঁদে ফেলেছিল ঐন্দ্রিলা’, বললেন অভিনেত্রী ঐন্দ্রিলা শর্মা’র বাবা

অভিনেত্রী ঐন্দ্রিলা শর্মা

২০২২ সালের ২০ নভেম্বর স্ট্রোকে আক্রান্ত হয়ে মারা যান বাংলা টেলিভিশনের জনপ্রিয় অভিনেত্রী ঐন্দ্রিলা শর্মা। যার মৃত্যু গোটা জেনারেশনকে নাড়িয়ে দিয়েছিল। দু’বার ক্যান্সারের মতো মারণ রোগের সঙ্গে যুদ্ধ করে জয়ী হওয়ার পর জীবনের সঙ্গে হেরে গেলেন ঐন্দ্রিলা।

তার স্মৃতি আগলেই রয়েছেন অভিনেত্রীর বাবা-মা। জি-বাংলার অন্যতম জনপ্রিয়  ‘ঘরে ঘরে জি বাংলা’ এবার পৌঁছে গিয়েছিল প্রায়ত অভিনেত্রীর বাড়ি। এদিন মেয়ের প্রসঙ্গে উঠেতেই কেঁদে ফেলেন মা-বাবা শিখা আর উত্তম শর্মা।

অভিনেত্রীর বাবা বিশ্বনাথকে জানান, “২০১৫ সালের ৫ ফেব্রুয়ারি ওর জন্মদিন ছিল। ঘড়িতে বাজে তখন প্রায় পৌনে ১২টা। ও বসে আছে, সবাই শুভেচ্ছা জানাবে। হঠাৎ আমাকে বলে, বাবা দেখো পেটের এখানটা কেমন শক্ত লাগছে। আমি বললাম,  ‘এটা কবে থেকে হয়েছে’। মেয়ে বলল ‘তিনি সেই প্রথম বুঝতে পেরেছেন।’

ঐন্দ্রিলার বাবা জানান, ঐন্দ্রিলাকে নিয়ে যাওয়া হল এইমস হাসপাতালে। সার্জারি ডিপার্টমেন্টের চিকিৎসকরা ঐন্দ্রিলার সামনেই বলেছিল, ‘এটা তো এখন অপারেশন করা যাবে না। জানেন কী হয়েছে। ওর তো ইউয়িং সারকোমা ক্যান্সার। আর সেটা জানতে পেরে আমায় জড়িয়ে ধরে হাউহাউ করে কেঁদে ফেলে মেয়েটা, কাঁদতে কাঁদতে আমায় বলে, ‘বাবা মায়ের হল, এবার আমারও ক্যান্সার!’