বাংলা বিনোদন জগতের চেনা মুখ অভিনেত্রী অনন্যা বিশ্বাস। যিনি ‘ভালোবাসা ডট কম’ ধারাবাহিকের হাত ধরে অভিনয় জগতে আত্মপ্রকাশ করেছেন। টাপুর টুপুর ধারাবাহিকে যিনি টুপুরের ভূমিকায় অভিনয় করে টেলিভিশন জগতে জনপ্রিয়তা পান। এছাড়াও ‘কে আপন কে পর’, ‘যমুনা ঢাকি’, ‘বরণ’, ‘নবাব নন্দিনী’ ধারাবাহিকে অভিনয় করেছেন এই অভিনেত্রী।
তাকে পর্দার শেষবারের মতো দেখা যায় জি-বাংলার ‘যোগমায়া’ ধারাবাহিকে। এই ধারাবাহিকে খলচরিত্রে অভিনয় করেছিলেন পেয়েছিলেন। এই মেগা খুব বেশিদিন পর্দায় টিকে থাকতে পারেনি। ধারাবাহিক শেষ হওয়ার পর আর তাকে পর্দায় দেখা যায়নি।
বহুদিন পর আবার বাংলা ধারাবাহিকে ফিরলেন অনন্যা। আবারও খলচরিত্রেই দেখা যাবে তাকে। তবে এবার প্রধান সারির চ্যানেলের হাত ছেড়ে সান বাংলার নতুন ধারাবাহিক ‘শোলক সারি’তে অভিনয় করবেন। এই ধারাবাহিকের মুখ্য চরিত্রে রয়েছেন নবাগতা অভিনেত্রী সুকন্যা এবং অভিনেতা ইন্দ্রনীল চট্টোপাধ্যায়।
Instagram-এ এই পোস্টটি দেখুন