সিরিয়ালের পর এবার নতুন পেশায় পা রাখলেন ‘ফুলকি’ খ্যাত লাবু ওরফে অভিনেত্রী অর্পিতা মণ্ডল

অভিনেত্রী অর্পিতা মণ্ডল

অভিনেত্রী অর্পিতা মন্ডলকে ছোটপর্দার দর্শকেরা ‘লাবু’ হিসাবে বেশি চেনেন। ফুলকি ধারাবাহিকে লাবু চরিত্রে অভিনয় করে ভালো জনপ্রিয়তা অর্জন করেছেন। যদিও এই প্রথম নয়, এর আগে ‘লক্ষ্মী কাকিমা সুপারস্টার’ ধারাবাহিকে অভিনয় করে খ্যাতি পেয়েছেন।

খুব বেশি ধারাবাহিকে অভিনয় না করলেও যেকটি ধারাবাহিকে অভিনয় করেছে প্রশংসিত হয়েছে। তবে এবার নতুন পেশায় পা রাখলেন অভিনেত্রী। নিজের স্বামীর সাথে যৌথ ভাবে ব্যবসায় নামলেন।

নিজের একটি ফুড ব্রান্ড খুলেছেন অর্পিতা আর স্বর্ণদীপ্ত। নিজেরাই সোশ্যাল মিডিয়ায় ভাগ করে নিয়েছেন সেই সুখবর। ফুড ব্র্যান্ডের নাম ‘John’s Cuisine’। যেকোনো অনুষ্ঠানে খাবার ডেলিভারি করা হয়। এমনকি তাদের ফুড ‘সুইগি’ এবং ‘জমেটো’ অ্যাপে অর্ডার করা যাচ্ছে।

 

View this post on Instagram

 

A post shared by John’s Cuisine (@johnscuisine)