প্রায় গত এক বছর ধরে বিবাহবিচ্ছেদের জল্পনা চলছে বলিউড স্টার অভিষেক বচ্চন ও ঐশ্বর্যা রাইয়ের মাঝে। সম্প্রতি দুবাইয়ে একটি অনুষ্ঠানে নিজের নাম থেকে বচ্চন পদবি সরিয়ে বিয়ের আগের পদবিও ব্যবহার করেন ঐশ্বর্যা। বলিপাড়ায় ঐশ্বর্যা ও অভিষেকের সম্পর্ক নিয়ে চলছে জোর গুঞ্জন।
তবে সমস্ত জল্পনায় জল ঢেলে মুম্বইয়ের এক খ্যাতনামী রেডিয়োলোজিস্টের বাড়ির অনুষ্ঠানে স্বামী অভিষেকের সঙ্গে হাতে হাত রাখে হাজির ছিলেন বিশ্ব সুন্দরী।
সদ্য ১৩ বছরে পা দিয়েছে অভিষেক-ঐশ্বর্যা কন্যা আরাধ্যা বচ্চন। সম্প্রতি অভিনেতা রিতেশ দেশমুখ পরিচালিত অনুষ্ঠান ‘কেস বনতা হ্যায়’ তে উপস্থিত ছিলেন অভিষেক বচ্চন। আর সেখানেই তাকে প্রশ্ন করা হয়, এ বার কী তা হলে আরাধ্যার খেলার সঙ্গী আসতে চলেছে? আরাধ্যার নতুন খেলার সঙ্গীর কথা শুনেই লাজুক হাসি হাসেন অভিষেক। অভিষেক পালটা জবাবে রিতেশকে বলেন, ‘বয়সটা তো দেখতে হবে নাকি।’
এছাড়াও রিতেশ জানতে চান, বচ্চন পরিবারে অমিতাভ, ঐশ্বর্যা, আরাধ্যা, অভিষেকের নাম ইংরাজী ‘এ’ দিয়ে শুরু শুধু জয়া বচ্চন ও শ্বেতা ছাড়া। আর তাতে অভিষেক জানান, ‘এটাই যেন প্রথা হয়ে গিয়েছে’। তবে কি জয়া আন্টি কোনও দোষ করেছিলেন? রিতেশের এমন প্রশ্নে অভিষেক বলেন, ‘পরবর্তী প্রজন্মে এলে তখন হয়তো বদল হবে।’