জি-বাংলার রান্নাঘরের সঞ্চালিকা সুদীপা চ্যাটার্জি। যিনি টলি পাড়া থেকে শুরু করে সোশ্যাল মিডিয়ায় বেশ জনপ্রিয়। এপার বাংলা থেকে ওপার বাংলার অনুরাগীদের কাছে অগাধ ভালোবাসা পায় তিনি। আবার মাঝে মধ্যে কিছু নেটিজেনদের কাছে কটাক্ষের সম্মুখীন হয় সুদীপা।
কিছুদিন আগেই অনলাইনে নিজের গয়না বিক্রি নিয়ে তীব্র ট্রোলড হয় সঞ্চালিকা। নতুন কাজ নিয়ে ফের নেটিজেনদের কাছে কটাক্ষ হতে হল তাকে।
আসলে আমরা সকলেই জানি ‘জি-বাংলার রান্নাঘর’ এর সঞ্চালিকার পাশাপাশি সুদীপা চ্যাটার্জি একজন পাকা ব্যবসায়ী। শাড়ির পাশাপাশি নিজের হাতে গড়া গয়নার দোকান আছে তার। এছাড়া অনলাইনেও নিজের প্রোডাক্ট বিক্রি করেন। তবে এবার লেখিকা হিসেবে আত্মপ্রকাশ করলেন সুদীপা চ্যাটার্জি। সোশ্যাল মিডিয়ায় নিজের লেখা বই ফটো শেয়ার করে অনলাইনে প্রি-বুকিং শুরু করলেন। তিনি জানান, তার বই প্রি-বুকিং করলে ছাড় পাবেন ক্রেতারা।
কিন্তু তার এই নতুন পথ চলা নিয়ে ট্রোলড শুরু হয়। নেটিজেনদের অনেকে মন্তব্য করেছেন, “নিত্যনতুন টাকা রোজগার করার পদ্ধতি বার করছেন সুদীপা”। যদি এই ট্রোলে পাত্তা দেননি তিনি। অন্যদিকে তাকে সাপোর্ট করেছেন অনুগামীরা।