অভিনয়ের পর এবার নতুন পেশায় ‘বঁধুয়া’ খ্যাত রেজওয়ান রব্বানী শেখ

রেজওয়ান

ছোটপর্দার জনপ্রিয় অভিনেতা রেজওয়ান রব্বানী শেখ। বহু বছর ধরে ছোটপর্দায় কাজ করছেন। প্রতিদান, আঁচল, সাঁঝের বাতি, নবাব নন্দিনীর মতো একাধিক ধারাবাহিকে অভিনয় করেছেন। তাকে শেষবারের মতো দেখা যায় বঁধুয়া ধারাবাহিকে।

নিজের অভিনয় গুণেই দর্শকের মন জিতেছেন তিনি। অভিনয়ের পাশাপাশি আরও একটি নতুন ইনিংস শুরু করেছেন অভিনেতা। তার এই প্রতিভার কথা প্রথম কলকাতা আন্তর্জাতিক ফিল্ম ফেস্টিভেল থেকেই জানা গেল।

এদিন রেজওয়ানের পরিচালিত প্রথম শর্ট ফিল্ম দেখানো হল। অভিনয়ের পর পরিচালনায়ও পা রেখে ফেললেন অভিনেতা। তার পরিচালিত ছবির নাম ‘কালী কথা কলিকাতা’। ছবির মুখ ভূমিকাতে রেজওয়ানই থাকবেন। আর তার বিপরীতে দেখা যাবে আলেকজান্দ্রা টেলর। পুরনো কলকাতার আনাচেকানাচের ইতিহাস ফুটে উঠবে এই ছবিতে।