ইংরেজি উচ্চারণ নিয়ে ট্রোলের মোক্ষম জবাব দিলেন অভিনেত্রী ঊষসী চক্রবর্তী

ঊষসী চক্রবর্তী

‘শ্রীময়ী’ ধারাবাহিকে জুনের চরিত্রে অভিনয়ের জন্য অভিনেত্রী ঊষসী চক্রবর্তী প্রচুর ফ্যান রয়েছেন। এবার ট্রোলের শিকার ‘জুন আন্টি’ ওরফে ঊষসী চক্রবর্তী।

এক নেটিজেনের তাকে কমেন্ট করে বলেন, “আপনার ইংরেজি উচ্চারণ ভয়ঙ্কর”! তবে এবার চুপ না থেকে সরাসরি অভিযোগের উত্তর দিয়েছেন অভিনেত্রী।

অভিনেত্রী ঊষসী চক্রবর্তী সেই নেটনাগরিকের মন্তব্যে জানায়, ‘হ্যাঁ, ঠিকই বলেছেন। বাংলা মিডিয়ামে পড়েছি তো- সরকারি স্কুলে। ক্লাস সিক্স থেকে ইংরেজি ছিল, তাই বোধহয় উচ্চারণটা তেমন শেখা হয়নি’।

সপাট জবাব দিলেন ঊষসী একটি লম্বা নোট লিখে। তিনি আরও বলেন,  ‘আসলে বাবার পয়সা ছিল না ইংরেজি স্কুলে ভর্তি করার আর মতাদর্শগতভাবে বিশ্বাস করতেন সন্তানকে বাংলা স্কুলে পড়াবেন, তাই সরকারি স্কুলে পড়িয়েছিলেন। তবে কি জানেন তো, ইংরেজি উচ্চারণের সঙ্গে লেখাপড়ার তেমন সম্পর্ক নেই। তাই আটকায়নি’।

“সেন্ট জেভিয়ার্স থেকে অর্থনীতির স্নাতক হয়েছি। তারপর কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর। যতটুকু ইংরেজি জানি তাতে স্নাতকোত্তরে ফার্স্টক্লাস পেতে অসুবিধে হয়নি। এরপর যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে এম ফিল করেছি মানবী বিদ্যাচর্চায়। সেখানেও দ্বিতীয় স্থান পেয়েছিলাম। আপাতত পি এইচ উপরোক্ত বিশ্ববিদ্যালয় থেকেই জমা দিয়েছি। আশা করছি, কিছুদিনের মধ্যেই ডক্টরেট পাব। এ রাজ্যে এখনও উচ্চশিক্ষা মাতৃভাষায় সম্ভব’। – ঊষসী চক্রবর্তী লিখেছেন।

ঊষসী চক্রবর্তী

জুন আন্টির এই জবাব মনে হয় তার ভক্তদের মন জয় করেছে। পোস্টটি তার অনেক ভক্তদের শেয়ার করেছেন।  যারা অভিনেত্রীর সোজাসাপ্টা উত্তরের জন্য প্রশংসা করেছিলেন।

দীর্ঘদিন ধরে বাঙালি বিনোদন জগতের একটি অংশ রয়েছেন এই অভিনেত্রী। তিনি বেশ কয়েকটি টেলিভিশন শো এবং ছবিতে অভিনয় করেছেন। ঊষসীর বর্তমান টেলিভিশন প্রকল্প তাকে একটি নতুন ফ্যান বেস অর্জন করেছে। তার অন-স্ক্রিন চরিত্রটি জুন দর্শকদের মাঝে ব্যাপক জনপ্রিয়।

Leave A Reply

Please enter your comment!
Please enter your name here