অভিনেত্রী তৃণা সাহা, বাংলা সিরিয়ালের অন্যতম জনপ্রিয় মুখ। খোকাবাবু, খড়কুটো, ‘বালিঝড়’, ‘লাভ বিয়ে আজকাল’ এর মতো একাধিক জনপ্রিয় ধারাবাহিকে অভিনয় করেছেন। সিরিয়ালের পাশাপাশি তিনি এখন বড়পর্দা এবং ওয়েব সিরিজের জনপ্রিয় মুখ।
তবে এবার আর পারিবারিক বাংলা সাংসারিক কুটকাচালি ধারাবাহিকে নয়, বরং ভূতের গল্প নিয়ে পর্দায় ফিরছেন তৃণা। ইতিমধ্যে প্রকাশ পেয়েছে ধারাবাহিকের প্রথম প্রোমো। ধারাবাহিকের নাম ‘আমি ডাকিনী’।
তবে একটু বলে রাখি, যদি মনে করেন তৃণা বাংলা ধারাবাহিকে ফিরছেন তাহলে ভুল ভাবছেন। হিদি সোনি টিভিতে নতুন টিভি শোতে দেখা যাবে তাকে। অনেকেই জানেন, সোনি টিভি’তে ভৌতিক গল্প ‘আহাট’ কতটা জনপ্রিয়তা লাভ করেছিল।
এবার তৃণা’র হাত ধরেই সোনি টিভি আরও এক ভূতের গল্প নিয়ে আসছে। প্রথম প্রোমো ভালো সাড়ে ফেলেছে ইতিমধ্যে। অদ্রিজা রায়, দেবচন্দ্রিমার পর এবার হিন্দি দর্শকের মন জয় করতে চলেছেন বাঙালি অভিনেত্রী তৃণা সাহা।