সুখবর! প্রায় ১০ বছর পর ছোটপর্দায় ফিরছেন অভিনেত্রী শতাব্দী রায়

শতাব্দী রায়

সুখবর, দীর্ঘদিন পর আবার অভিনয় জগতে ফিরছেন টলিউডের স্বর্ণযুগের খ্যাতনামা অভিনেত্রী শতাব্দী রায়। অনেক বছর তাকে পর্দায় দেখা যাচ্ছিল না। রাজনীতি নিয়ে ব্যস্ত ছিলেন অভিনেত্রী। অবশেষে তিনি ফিরছেন। খবরে খুশি তার অনুরাগীরা।

মৈনাক ভৌমিকের নতুন ছবি বাৎসরিক এর হাত ধরে বড়পর্দায় ফিরছেন অভিনেত্রী। গল্পে উঠে আসবে অতিপ্রাকৃত ঘটনা। সাইকোলজিক্যাল থ্রিলার হতে চলেছে।

শোনা যাচ্ছে, ছবিতে অভিনেত্রী শতাব্দী রায় ছাড়াও থাকবেন অভিনেত্রী ঋতাভরী চক্রবর্তী। আনন্দবাজারকে মৈনাক ভৌমিক জানিয়েছেন, ‘এমন কাউকে খুঁজছিলাম যাকে অনেকদিন পর্দায় দেখা যায়নি।’

আনন্দবাজারকে অভিনেত্রী জানান, ‘বছর দশেক ধরে ক্যামেরার সামনে আসেনি। সুযোগ এসেছিল কিন্তু রাজনীতির কাজ সামলে ডেট ম্যানেজ করতে পারিনি। কিন্তু এই ছবির ক্ষেত্রে সেটা হয়নি।’