‘জগদ্ধাত্রী’ ধারাবাহিকের প্রাক্তন মেহেন্দিকে মনে আছে? অভিনয় জগত থেকে হারিয়েই গেলেন অভিনেত্রী সঞ্চারী দাস

অভিনেত্রী সঞ্চারী দাস

‘জগদ্ধাত্রী’ ধারাবাহিকে মেহেন্দি বলতেই আমাদের প্রথমে মাথায় আসবে অভিনেত্রী ঋতু রাই আচার্যের কথা। তবে মনে পড়ে প্রাক্তন মেহেন্দিকে? জগদ্ধাত্রী ধারাবাহিকে প্রথম মেহেন্দি চরিত্রে সাড়া ফেলেছিল অভিনেত্রী সঞ্চারী দাস।

তার মুখে ‘উৎসব আই লাভ ইউ’ ডায়লগ নিয়ে প্রচুর মিম তৈরি হয়েছিল। কিন্তু মাঝে আচমকাই ধারাবাহিক থেকে সরে যান সঞ্চারী। আর তার জায়গা নিয়ে জনপ্রিয়তা পেয়ে যান ঋতু রাই আচার্য।

সঞ্চারী শুধু জগদ্ধাত্রী ধারাবাহিক ছেড়ে দিয়েছিলেন তা নয়, ছোটপর্দায়কেই বিদায় জানিয়েছিলেন তিনি। কারণ এরপর কোনও বাংলা ধারাবাহিকে তার দেখা পাওয়া যায়নি। বলাই যায় অভিনয় জগত থেকে হারিয়েই গেছেন তিনি।

যদিও এর কারণ হয়তো সকলের জানা। জগদ্ধাত্রী ধারাবাহিক ছেড়ে দেওয়ার পর তিনি জানিয়ে দেন অভিনয় জগতকে বিদায়। কারণ অভিনয় পেশা ছিল গৃহ শিক্ষিকার পেশা বেছে নেন সঞ্চারী। এক সাক্ষাৎকারে অভিনেত্রী জানিয়েছিলেন, অভিনেত্রীর মা দাদু ও শিক্ষকতার সাথে যুক্ত, মায়ের পথেই হাঁটতে চান তিনি। তাই অভিনয় ছেড়ে বাড়িতে শিক্ষকতার পেশায় যুক্ত হয়েছেন।