অভিনেত্রী রূপসা চট্টোপাধ্যায় ছোটপর্দার অতি পরিচিত মুখ। ২৬ শে জানুয়ারি পুত্র সন্তানের জন্ম দিয়ের রূপসা। বিয়ের মাস ঘুরতে না ঘুরতে প্রেগন্যান্সির খবর দেন অভিনেত্রী। বিয়ের কিছুদিনের মধ্যে গর্ভবতী হওয়ায় কটাক্ষের শিকার হয়েছিলেন। তাই সন্তানের হওয়ার খবর কিছুদিন পর প্রকাশ্যে আনেন।
রুপসার ছেলের এক মাসও হয়নি। সন্তান জন্ম হওয়ার পর থেকেই ছেলেকে আড়ালেই রেখেছিলেন অভিনেত্রী। তবে আলিঙ্গন দিবসেই একরত্তির ছবি শেয়ার করলেন রুপসা। যদিও মুখ দেখা যায়নি।
সদ্য নিজের ইনস্টাগ্রামে ছেলের সঙ্গে একটি ছবি শেয়ার করে লেখেন, ‘২০২৫ এর সেরা আলিঙ্গন, আমার ছেলে…মাম্মা তোমাকে ভালোবাসে।’ দেখা গেল চুপটি করে শুয়ে রয়েছে সে। মা-ছেলের মিষ্টি বন্ডিং মন জিতে নিয়েছে দর্শকের।
Instagram-এ এই পোস্টটি দেখুন