শ্রুতির নতুন ইনিংস! ফের নতুন অধ্যায়ে পা রাখছেন ছোটপর্দার অভিনেত্রী শ্রুতি দাস

অভিনেত্রী শ্রুতি দাস

বাংলা বিনোদনের একজন জনপ্রিয় অভিনেত্রী হলেন শ্রুতি দাস। যিনি ত্রিনয়নী, দেশের মাটি এবং রাঙা বউ ধারাবাহিকে অভিনয় করে ছোটপর্দার দর্শকের মন জিতেছেন। একসময় টানা এক বছর কাজের অভাবে বসে ছিলেন তিনি তবে হাল ছাড়েননি শ্রুতি।

স্বর্ণেন্দু সমাদ্দার প্রযোজনার হাত ধরেই ‘রাঙা বউ’ ধারাবাহিকে ফিরে তিনি প্রমাণ করে দিয়েছেন অভিনয়টাই আসল। এই ধারাবাহিকে অভিনয় করেই বড়পর্দায় ব্রেক পান শ্রুতি। খুব শীঘ্রই তার অভিনীত ছবি আমার বস মুক্তি পেতে চলেছে।

তবে এবার সিরিয়াল, সিনেমার পর এবার নতুন ইনিংস শুরু করতে চলেছেন অভিনেত্রী। ওয়েব সিরিজে পা রাখতে চলেছেন ছোটপর্দার রাঙাবউ। তাকে দেখা যাবে ‘ডাইনি’ ওয়েব সিরিজে। যার মুখ্য চরিত্রে রয়েছেন অভিনেত্রী মিমি চক্রবর্তী।