‘রঙ্গ মঞ্চে নাটক করা হচ্ছে?’ অভিনয়ের জন্য একসময় মার খেতে হয়, কঠিন সময় পেরিয়ে অভিনয় জগতে আজ সফল অভিনেত্রী ঋতা দত্ত চক্রবর্তী

ঋতা দত্ত চক্রবর্তী

দেখতে দেখতে ইন্ডাস্ট্রিতে ৩৭ বছর পার করে ফেলেছেন অভিনেত্রী ঋতা দত্ত চক্রবর্তী। ধারাবাহিকে কখনো মা, কখনো শাশুড়ি মা আবার কখনো জায়ের চরিত্রে ফাটিয়ে অভিনয় করেছেন। পেয়েছেন দর্শকের অগাধ ভালোবাসা। শুধু ছোটপর্দাই নয়, থিয়েটার এবং বেশ কিছু সিনেমাতেও অভিনয় করেছেন অভিনেত্রী।

অভিনয় জগতকে ভালোবেসেই বালুরঘাটের এই মেয়ে কলকাতার ইন্ডাস্ট্রিতে পা রাখেন। কিন্তু বাড়ির মেয়েরা থিয়েটার, নাটক করবে এসব ভাবাই যেন ছিল বিরাট একটা পাপ ছিল অভিনেত্রীর পরিবারে।

এই অভিনয় করার জন্যই একসময় অভিনেত্রীকে বাবার কাছে মার পর্যন্ত খেতে হয়েছিল। কারণ বাড়ির মেয়েরা বাড়ির বাইরে গিয়ে রঙ্গমঞ্চে নাটক করবে সেটা কিছুতেই মানতে নারাজ অভিনেত্রীর বাবা।

সম্প্রতি একটি পডকাস্ট শো তে এসে অভিনেত্রী জানিয়েছিলেন, ‘একদিন বাড়িতে বসে লন্ঠনের আলোয় পড়াশোনা করছি। হঠাৎ করে বাবা আসলেন হাতে থাকা টর্চ দিয়ে আমার আঙ্গুলের মধ্যে সজোরে মারলেন। ভীষণ ব্যথা লেগেছিল। কিন্তু বাবাকে উল্টে প্রশ্ন করতে পারিনি যে কেন মারল, কারণ সেই সাহসটা তখন ছিল না।’

‘কিন্তু আমি তো বুঝতে পারছি না কেন আমাকে মারলেন হঠাৎ করে। আমি কোন অন্যায়ও করিনি। তখন নিজেই রাগে কাঁপতে কাঁপতে জিজ্ঞাসা করলেন রঙ্গ মঞ্চে নাটক করা হচ্ছে, তখন আমি বুঝলাম রাগের কারণটা কি।’

ঋতা দত্ত চক্রবর্তী

একজন দক্ষ অভিনেত্রী হওয়ার পাশাপাশি মেধাবী ছাত্রী ছিলেন ঋতা। অভিনয়ের পাশাপাশি যাদবপুর থেকে সংস্কৃতে এম.এ পাশ করার পর বি এড করেন অভিনেত্রী। অভিনয়ের জন্য কখনোই পড়াশুনোকে অবহেলা করেননি।

‘কুসুম দোলা’, ‘মা’, ‘অন্দরমহল’, ‘গাছ কৌটা’, ‘দেশের মাটি’, ‘ধুলোকণা’র মতো একাধিক ধারাবাহিকে অভিনয় করেছেন। কার কাছে কই মনের কথা ধারাবাহিকে শিমুলের শাশুড়ি ‘মধুবালা’র চরিত্রে অভিনয় করে পর্দায় ব্যাপক সাড়া ফেলেছিলেন। ‘পুবের ময়না’ ধারাবাহিকেও অভিনেত্রীর অভিনয় প্রশংসনীয়।