প্রতি বছর ধুমধাম করে বাড়িতে দুর্গাপুজো করেন পরিচালক স্বর্ণেন্দু সমাদ্দার এবং অভিনেত্রী শ্রুতি দাস। এই বছরও পুজোর আয়োজনের অন্যথা হয়নি। পরিচালক স্বর্ণেন্দুর বাড়িতে এই পুজো হয়ে আসছে তাও প্রায় ১২ বছর। তার মধ্যে ৬ বছর হল শ্রুতি বিয়ে হয়ে এসেছেন।
তবে এই বছর শ্রুতির একটু মন খারাপ। এবছর অঞ্জলি থেকে শুরু করে মায়ের বরণ কোনটাই করতে পারেননি শ্রুতি। বাড়িতে মায়ের পুজোয় কেনই বা অংশ গ্রহণ করতে পারলেন না অভিনেত্রী?
চলতি বছরে নিজের জেঠুকে হারিয়েছেন শ্রুতি। আর সেই কারনেই পুজোর কাজ বা মায়ের বরণের অনুষ্ঠানে এবছর যোগ দিতে পারেননি শ্রুতি। এক সাক্ষাৎকারে শ্রুতি জানিয়েছেন, যেহেতু এখনও তাঁর শাস্ত্রমতে বিয়ে হয়নি তাই বাবার বাড়ির সব নিয়মই তাকে মানতে হবে। দু’বছর হল আইনি বিয়ে করেছেন শ্রুতি এবং স্বর্ণেন্দু। কিন্তু শাস্ত্রমতে এখনও বিয়ে না হওয়ায় বাবার বাড়ির নিয়ম অনুযায়ী তার এখন কালাশৌচ।
পুজোর চারটে দিন নিজেদের বাড়ির পুজোতেই বন্ধুদের সাথে একসঙ্গে খাওয়াদাওয়া, আড্ডায় মাতেন শ্রুতি-স্বর্ণেন্দু। তবে এই বছর আনন্দ আড্ডা হলেও পুজোর কাজে থাকতে না পারায় মন খারাপ অভিনেত্রীর।

