প্রয়াত অভিনেত্রী রচনা ব্যানার্জীর বাবা রবীন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়। গতকাল শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন অভিনেত্রীর বাবা। দীর্ঘদিন ধরে শারীরিক সমস্যায় ভুগছিলেন। মৃত্যুকালীন বয়স হয়েছিল ৮৪ বছর।
বহুদিন ধরেই হৃদরোগের সমস্যায় কষ্ট পাচ্ছিলেন অভিনেত্রী বাবা। গতকাল সমস্যা বাড়াবাড়ি হলেও চিকিৎসা শুরু হয় রবীন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়ের। চিকিৎসা করার পর শারীরিক অবস্থার কিছুটা উন্নতিও হয়েছিল বলে শোনা যায়। কিন্তু আচমকাই কালো ছায়া নেমে আসবে কল্পনাও করতে পারেননি অভিনেত্রী। হার্ট অ্যাটাকের কারণেই প্রয়াত হন অভিনেত্রীর বাবা।
এইভাবে বাবাকে হারিয়ে শোকে ভেঙ্গে পড়েছেন অভিনেত্রী। তার জীবনে বাবা তার আদর্শ, একজন ভালো বন্ধু। জীবনে চলার পথে এগিয়ে যাওয়ার শিক্ষা পেয়েছেন বাবার কাছ থেকেই। সোমবারেই বাবার শেষকৃত্য় সম্পন্ন করেন রচনা।
সূত্রঃ bongtrend . com/rachana-banerjee-father-rabindranath-banerjee-passed-away/