খারাপ ব্যবহারের জন্য বাংলাদেশী ছবি ‘কমান্ডো’ থেকে সরে দাঁড়ালেন অভিনেতা দেব

অভিনেতা দেব

অনেকদিন ধরেই শোনা যাচ্ছিল, প্রথমবার বাংলাদেশের ছবিতে অভিনয় করতে চলেছেন টলিউড ব্যস্ততম অভিনেতা দেব। বাংলাদেশের পরিচালক শামীম আহমেদ রনীর ‘কমান্ডো’ ছবির হাতের হাত ধরেই বাংলাদেশে অভিষেক হচ্ছে তার। এমনকি দেব নিজের জন্মদিনে সিনেমার টিজার প্রথম প্রকাশ্যে আনেন। তবে এবার আচমকাই শোনা যাচ্ছে বাংলাদেশি ছবি থেকে সরে দাঁড়ালেন অভিনেতা। কিন্তু কেন?

তথ্য সূত্রের খবর, সুপারস্টার দেবের সাথে খারাপ ব্যবহারের জন্যই নাকি বাংলাদেশি ‘কমান্ডো’ ছবি থেকে সরে গেছেন অভিনেতা। দেবের ঘনিষ্ঠ সূত্রের দাবি, প্রযোজনা সংস্থা শাপলা মিডিয়ার সঙ্গে দেবের মতের অমিলই এর অন্যতম কারণ। শ্যুটিং শিডিউল ঘিরে তৈরি হয়েছিল ঝামেলা।

অন্যদিকে শাপলা মিডিয়ার হেড অব প্রোডাকশন অপূর্ব রায় জানিয়েছেন “থাইল্যান্ডে এবং দুবাইতে ‘কমান্ডো’ ছবির শুটিং হওয়ার কথা ছিল। দেব নিজেই নাকি লোকেশন যাচাই করতে গিয়েছিলেন। কিন্তু করোনা আবহে ভিসা জটিলতা তৈরি হওয়ায় সেসময় কাজ পিছিয়ে যায়”।

তবে দেবের ঘনিষ্ঠ সূত্রের দাবি, “বার বার ছবির তারিখ বদল হওয়ায় বিরক্ত অভিনেতা। ‘কমান্ডো’র শ্যুটিংয়ের জন্য যে তারিখ গুলো তিনি ফাঁকা রেখেছিলেন, তা কাজে লাগায়নি প্রযোজনা সংস্থা”। তাই এই ছবির ভবিষ্যত নিয়ে অনিশ্চয়তা রয়েছে।

সূত্রঃ bongtrend . com/dev-is-oissed-of-with-commandos-production-team/

Leave A Reply

Please enter your comment!
Please enter your name here