অবশেষে রাজনীতির ময়দানেই পা রাখলেন ‘দিদি নাম্বার ওয়ান’-এর জনপ্রিয় সঞ্চালিকা অভিনেত্রী রচনা বন্দ্যোপাধ্যায়। বিগত একমাস ধরেই চলছিল কথাবার্তা। সেই জল্পনায় আরও সন্দেহ বাড়ে যখন ‘দিদি নং ১’-এর মঞ্চে দেখা যায় খোদ মুখ্যমন্ত্রীকে।
আর তারপরেই জীবনে নতুন অধ্যায়ে পা রাখলেন রচনা। দিদি নাম্বার ওয়ান থেকে নিজের ব্যবসা, এখন আবার রাজনীতির মঞ্চ। মায়ের এই সিদ্ধান্ত কি প্রতিক্রিয়া অভিনেত্রী ছেলে প্রণীলের? অন্যসময়কে দেওয়া সাক্ষাৎকারে ছেলেকে নিয়ে মুখ খুললেন অভিনেত্রী।
রচনা বলেছেন, “আসলে গত ১ মাস আলোচনা চলছিল। একবার হ্যাঁ বলেছি, একবার না বলেছি। কনফিউসড ছিলাম, কারণ আমার ছেলে টুয়েলভে পড়ছে। ওকে সময় দিতে পারব কিনা সেটা ভয় ছিল, তবে দিদির কথায় জাদু আছে।’।
রচনা আরও জানিয়েছেন, “আমার সিদ্ধান্তে ছেলে একেবারেই খুশি নয়। প্রণীল বলছে, ‘মা তুমি আমাকে ছেড়ে চলে যাবে?’ আমি তাকে বলি, ‘এবার থেকে হুগলিতে থাকতে হবে, তবে তোমার পাশে আমায় সবসময় পাবে।’
অভিনেত্রী আরও জানান, ছেলে উচ্চ মাধ্যমিকের পর বাইরে পড়তে চলে যাবে। তখন তার একটা আলাদা দুনিয়া তৈরি হবে কিন্তু অভিনেত্রী সেইসময় এই সুযোগ পাবে না তাই এই সিদ্ধান্তে রাজী হয়ে যায়।