রাজনীতির জন্য দীর্ঘ ১২ বছরের পথ চলায় ইতি! ‘দিদি নং ১’ ছেড়ে দিচ্ছেন রচনা? মুখ খুললেন স্বয়ং অভিনেত্রী

রচনা বন্দ্যোপাধ্যায়

বলিউডের ‘বিগ বস’ মানেই যেমন সালমান খান। ঠিক তেমনি, বাংলায় ‘দাদাগিরি’ মানেই সৌরভ গাঙ্গুলি এবং ‘দিদিং নং ১’ মানেই রচনা বন্দ্যোপাধ্যায়। তাকে ছাড়া যেন ‘দিদি নং ১’ অসম্পূর্ণ। দীর্ঘ ১২ বছর ধরে অভিনেত্রী রচনা ব্যানার্জীর হাত ধরেই সাফল্য পেয়ে এসেছে এই শো। বিকেল ৫ টা বাজতেই টিভির পর্দায় অভিনেত্রীকে দেখার জন্য অপেক্ষা করে থাকতেন অগনিত ভক্তরা। প্রতিযোগীদের সঙ্গে আড্ডায়-খেলায় মেতে ওঠে ‘দিদি নং ১’।

তবে আচমকাই সোশ্যাল মিডিয়ায় গুঞ্জন দীর্ঘ ১২ বছরের জার্নিকে নাকি এবার বিদায় জানাতে চলেছেন অভিনেত্রী। নেপথ্যে রাজনীতি। হয়তো অনেকেই ইতিমধ্যে জেনে গিয়েছেন রাজনীতির ময়দানে পা রেখেছেন অভিনেত্রী। আর তার জন্যই নাকি দিদি নং ১’-এর সঞ্চালিকার আসন ছেড়ে দিচ্ছেন তিনি। তবে এই পুরটো টেলি পাড়ার কানাঘুষো। যা শুনে রীতিমতো মন খারাপ দর্শকের।

তাহলে কি সত্যিই আর এই মঞ্চে দেখা যাবে না রচনা বন্দ্যোপাধ্যায়কে? চলুন জেনে নিন এই প্রসঙ্গে কি জানিয়েছেন রচনা।

সোশ্যাল মিডিয়ায় এই গুঞ্জন ছড়িয়ে যাওয়ার পর আসল সত্য জানিয়ে অবশেষে নিজের মুখ খুললেন ‘দিদি নং ১’-এর সঞ্চালিকা। এই সংবাদমাধ্যমকে রচনা জানান, হুগলিতে প্রচারে ব্যস্ত থাকার কারণে শোয়ের সময় নিয়ে সমস্যা হবে এটা একদম ঠিক। তবে তিনি এই মঞ্চ ছাড়ছেন না। তিনি জানিয়েছেন রাজনীতির পাশাপাশি তিনি ‘দিদি নং ১’-এর কাজও চালিয়ে যাবেন। প্রচারের ফাঁকে ফাঁকেই শুটিং সারবেন। এবার থেকে রাতের দিকেই ‘দিদি নং ১’ -এর শুটিং করবেন তিনি। অর্থাৎ ‘দিদি নং ১’ শো ছাড়ছেন না রচনা বন্দ্যোপাধ্যায়। তাই আগের মতোই জি-বাংলার এই রিয়্যালিটি শোয়ের সঞ্চালিকার আসনে দেখা যাবে তাকে।