আচমকাই ‘মিত্তির বাড়ি’র ধারাবাহিক থেকে বাদ পড়ল জনপ্রিয় অভিনেত্রী

মিত্তির বাড়ি

জি-বাংলার একটি অন্যতম ধারাবাহিক হল ‘মিত্তির বাড়ি’। যার নাম ভূমিকায় রয়েছেন অভিনেতা আদৃত রায় এবং অভিনেত্রী পারিজাত চৌধুরী। ধ্রুব আর জোনাকির জুটি ধীরে ধীরে ভালো টিআরপি পাচ্ছে।

তবে এবার শোনা যাচ্ছে এই ধারাবাহিকের থেকে বাদ পড়েছেন এক জনপ্রিয় অভিনেত্রী। কে তিনি? তিনি হলেন অভিনেত্রী মানসী সিনহা। ধারাবাহিকের প্রোমোতে দেখা মিললেও বর্তমানে তাকে আর দেখা যাচ্ছে না গল্পে। শোনা যাচ্ছে ধারাবাহিক থেকে বাদ পড়েছেন মানসী।

সম্প্রতি টলিউড পরিচালকদের একটি বৈঠকে হাজির ছিলেন অভিনেত্রী। আর সেখানে তাকে এই নিয়ে প্রশ্ন করা হলে তিনি জানান, তিনি সরে এসেছে তেমনটা নয় বরং ধারাবাহিকের নির্মাতারা অভিনেত্রীর সঙ্গে আর যোগাযোগ করেনি। অভিনেত্রীকে কোনও কল টাইমও দেওয়া হয়নি।

মানসী

ভবিষ্যতে তাকে আর দেখা যাবে কিনা সেই নিয়েও যথেষ্ট সন্দেহ রয়েছে।